Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘গাছের তলায় তুলে এনে কাপড় খুলে নেব’, সৌগতর ‘জুতোপেটা’ মন্তব্যে তীব্র আক্রমণ দিলীপের

'অসভ্য, অশ্লীল লোক', দিলীপকে পালটা দিলেন সৌগতও, দেখুন ভিডিও।

BJP MP Dilip Ghosh threatened TMC leader Saugata Roy in strong language | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 2, 2022 12:19 pm
  • Updated:September 2, 2022 6:15 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ফের বিস্ফোরক বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের জবাব দিতে গিয়ে ফের অশালীন মন্তব্য করে বসলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায় দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) নাম না করেই বলেন, ”মোটা কালো ধুমসা একটা এমপি আছে খালি বলে জুতা মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতাপেটা করতে পারি।”

এর আগে তৃণমূলের ‘কুৎসাকারী’দের আক্রমণ করতে গিয়ে বেফাঁস কথা শোনা গিয়েছিলেন তৃণমূলের (TMC) বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায়। তিনি জুতোপেটা করার নিদান দিয়েছিলেন। তারই পালটা দিতে গিয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তুললেন মেদিনীপুরের সাংসদ। দাঁতনের সভা থেকে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ”চিরদিন সমান কারও যায় না। সাবধানে কথা বলো। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি? আমরা তুলে নিয়ে এসে এই অশ্বত্থ গাছের তলায় নিয়ে এসে জামাকাপড় খুলতে পারি। জুতোপেটা করতে পারি। তৃণমূলের কোনও বাপের বেটার হিম্মত নেই আটকে রাখতে পারে।” 

Advertisement

[আরও পড়ুন: TET দুর্নীতি মামলা: তদন্ত করবে সিবিআই-ই, রাজ্যের আবেদন খারিজ করে রায় হাই কোর্টের]

এখানেই শেষ নয়। এরপরও নিজের বক্তব্যে কার্যত আস্ফালন করেন দিলীপ ঘোষ। বলেন, ”আর এই ভরা বাজারে বলতে এসেছি যেখানে আমার কার্যকর্তাদের উপর অত্যাচার করা হয়েছে। দিলীপ ঘোষ মরে যায়নি। অন্যের পয়সা ঝেড়ে খাই না, লুট করি না। সব লেখা আছে। হাওয়া ঘুরছে।” দিলীপ ঘোষের এই মন্তব্যেরও পালটা দিয়েছেন সৌগত রায়। তাঁর কথায়, ”দিলীপ ঘোষ একটা অশিক্ষিত লোক। ক্লাস এইট অবধি পড়েছে। তাঁর জবাব দিতে আমার রুচিতে বাধে। ও যখন হাফ প্যান্ট পরে আরএসএস করত তার আগে থেকে আমি রাজনীতি করি। দিলীপ ঘোষ বিধানসভায় জিতেছে একবার, লোকসভায় জিতেছে একবার। আর আমি ৭৭-এ প্রথম সাংসদ। দিলীপ তখন হাফ প্যান্ট পরে থাকত। বিধানসভায় জিতেছি পাঁচবার লোকসভায় জিতেছি চারবার। ও পরের নির্বাচনেও হেরে যাবে। কারণ ও যে মেদিনীপুর কেন্দ্র সেখানে অলরেডি জুন মালিয়া জিতে গেছে। পার্টি ওকে অপদার্থতার জন্য সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। হতাশা থেকে তাই এসব কথা বলছে। অসভ্য, অশ্লীল লোকের কথার কী জবাব দেব?” 

[আরও পড়ুন: মুক্তিযুদ্ধে জেলে মোদি! কোনও তথ্যই নেই, জানাল খোদ প্রধানমন্ত্রীর দপ্তর]

অশালীন ভাষায় চাঁচাছোলা আক্রমণে বরাবরই সিদ্ধহস্ত দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীনও নানা সময়ে তাঁর নানা মন্তব্য বিতর্কের শিরোনামে উঠে এসেছে। এখন তিনি সেই পদে নেই। বঙ্গ বিজেপিতে সেই ঝাঁজালো আক্রমণ আর তেমন শোনা যায় না। তবে দিলীপ এখনও রয়েছেন দিলীপেই। সুযোগ পেলেই তৃণমূলকে কড়া কথায় বিদ্ধ করতে তাঁর জুড়ি মেলা ভার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement