Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি, তাই হয়তো আলাদা ভাবনা’, ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে মন্তব্য দিলীপের

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়েও মুখ খুললেন দিলীপ।

BJP MP Dilip Ghosh attacks TMC govt over North Bengal issue | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 27, 2021 5:26 pm
  • Updated:June 27, 2021 6:45 pm  

বিক্রম রায়, কোচবিহার: উত্তরবঙ্গ থেকে ফের তৃণমূলকে তুলোধোনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন (Fake Corona Vaccine) কাণ্ডের জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন তিনি। 

বিধানসভা (West Bengal Assembly Elections) নির্বাচনের আগে নেতা-কর্মীদের মধ্যে তৃণমূল ত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল। তবে ভোট মিটতেই ছবিটা পালটেছে। এখন শুরু হয়েছে তৃণমূলে ফেরা। উত্তরবঙ্গে যেখানে বিজেপি (BJP) বরাবরই ভাল ফল করে আসছে, সেখানও ভাঙন ধরেছে। একের পর এক নেতা দল ছেড়ে যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। এই পরিস্থিতি মোকাবিলায় শনিবার ২ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কোচবিহারের (Cooch Behar) বিজেপি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, “উত্তরবঙ্গের মানুষ বরাবরই পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট কিছুই হচ্ছে না, সেই কারণেই হয়তো আলাদা কিছু ভাবনা।”

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ায় জড়ানোর ‘শাস্তি’, ঘাটালে জুতোর মালা পরিয়ে মহিলাকে গোটা এলাকা ঘোরাল স্বামী]

এদিন তিনি তৃণমূলকে বিঁধে আরও বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি উত্তরবঙ্গ থেকে সরে গিয়েছে সে কারণেই কখনও গোর্খা কখনও কামতাপুরীদের সঙ্গে নিয়ে জেতার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে ছিল, রয়েছে।” কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রসঙ্গে রাজ্য সরকারকেই ‘ভুয়ো’ বলে কটাক্ষ করেন তিনি।

[আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, এবার তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত ভাটপাড়া পুরসভার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement