Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর কাপড় খুলে দেবে’, ফের ‘কুকথা’ দিলীপের মুখে

কেন একথা বললেন দিলীপ?

BJP MP Dilip Ghosh again slams West Bengal CM | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 21, 2023 10:59 am
  • Updated:April 21, 2023 10:59 am  

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না দিলীপ ঘোষ। এবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন তিনি। যার জেরে প্রবল কটাক্ষের শিকার বিজেপি সাংসদ।

উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। সেই কারণে শুক্রবার সকালে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছন তিনি। স্টেশনের বাইরে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকে একাধিক ইস্যুতে তুলোধোনা করেন শাসকদলকে। সেখানেই ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গ। গতকাল অভিষেক জানিয়েছেন, তাঁর কর্মসূচির অংশ হিসেবে গ্রামে গ্রামে যে সভা হবে তাতে ডাকা হবে সব দলের নেতাদের। সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে।”

Advertisement

[আরও পড়ুন: তীব্র গরমে হাসপাতালের বেডে থাকা দায়, স্যালাইন হাতেই বাইরে বেরিয়ে আসছেন রোগীরা]

এর পাশাপাশি দিলীপ ঘোষ আরও বলেন, “ওনাদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না।” মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক। প্রত্যকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

[আরও পড়ুন: হাসপাতালে মেলেনি অ্যাম্বুল্যান্স, টোটোয় চড়িয়ে নিয়ে যেতেই মৃত্যু ভাতারের মহিলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement