জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম বিজেপি বিধায়কের। এই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু রাজনৈতিক মহলে। তবে কি বিজেপি ছেড়ে তৃণমূলের পথে কবিয়াল তথা বিধায়ক অসীম সরকার? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবমহলে। যদিও প্রণামের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি অসীম ও মমতাবালা ঠাকুরের।
২১৪ বছরের পুরনো মতুয়াদের আবেগের বারুণী মেলা। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হবে এবছরের পুণ্যস্নান। মেলা চলবে সাতদিন ধরে। এবছর মমতাবালা ও শান্তনু ঠাকুরের যৌথ উদ্য়োগে আয়োজন করা হয়েছে মেলার। বুধবার থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। এদিনই ঠাকুরবাড়ি যান বিজেপি বিধায়ক অসীম সরকার। তৃণমূল সাংসদ তথা ঠাকুর পরিবারের সদস্য মমতাবালা ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অসীম সরকার। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন মমতাবালা। ছাব্বিশের আগে এই সৌজন্য বিনিময়ের নেপথ্যে রাজনীতি বলেই অনুমান অনেকের। তবে কি এবার তৃণমূলের পথে কবিয়াল? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
তবে অসীম সরকারের দাবি, বারুণী মেলা হচ্ছে। তিনি অত্যন্ত আনন্দিত। সামনে বড় যাকে পাচ্ছেন, সকলকেই পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। মমতাবালার ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। এদিকে কার্যত একই কথা বলেছেন মমতাবালা ঠাকুর। তিনি বলেন, “এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এটা ভক্ত আর ভগবানের বিষয়। উনি প্রণাম করেছেন। আমি আশীর্বাদ করেছি।” যদিও ছাব্বিশের আগেই এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহল মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.