স্টাফ রিপোর্টার: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধানমন্ত্রিত্ব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব প্রসঙ্গে নজিরবিহীনভাবে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “যেদিন স্যান্ডো গেঞ্জির বুকপকেট হবে, সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন।” তার পালটা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রিত্ব ও মুখ্যমন্ত্রিত্বের মেয়াদের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে টানা দু’দিন ধরেই জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। ২০২৪ সালে যদি মমতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তা হলে আলাদা কথা, কিন্তু তা না হলে ২০৩৬ সাল পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন। এমনই চর্চায় ব্যস্ত ছিল রাজনৈতিক মহল। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে তৃণমূলের নেত্রীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর তখন নিজের জামার বোতাম খুলে গেঞ্জি দেখিয়ে বিরোধী দলনেতা বলেন, “যেদিন স্যান্ডো গেঞ্জির বুকপকেট হবে, সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন।”
এমন মন্তব্যের কিছুক্ষণ পরেই পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, “এতদিন ধরে বলে আসছি, শুভেন্দু একটা গেঞ্জি-জাঙ্গিয়া সর্বস্ব নেতা। আজ নিজেই গেঞ্জি দেখিয়ে আমার কথাকে মান্যতা দিল। প্রথম থেকেই বাবা শিশির অধিকারীর ছায়ায় আর মমতাদির দয়ায় রাজনীতিতে উঠেছিল। এখন একের পর এক ভোটে হেরে মানুষ থেকে বিছিন্ন হয়ে পড়ে প্রবল মানসিক অবসাদে ভুগছে। সবে দেখছি উপরে জামা খুলে গেঞ্জি দেখিয়েছে, ভয় হচ্ছে এরপর না জানি নিচের দিকে নেমে আসে।”
উল্লেখ্য, সোমবার ফেসবুকে কুণাল ঘোষ লিখেছিলেন, “২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি (CM Mamata Banerjee)। আর সেই ২০৩৬ সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি। তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই।” গতকাল সাংসদ অপরূপা পোদ্দার বলেছিলেন, “আমি চাই,আমাদের দিদি ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। বিজেপির গোবর্ধন জগদীশ ধনকরের থেকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ২০২৪ সালে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।” যা নিয়ে তীব্র বিতর্কও হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.