সুরজিৎ দেব ও দেবব্রত মণ্ডল, বারুইপুর ও ডায়মন্ডহারবার: থানায় ঢুকে পুলিশকে ধমকানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুধু কুলতলি থানার পুলিশদের নয়, কেন্দ্র বাহিনীকেও ধমকানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মঙ্গলবার মগরাহাট ও কুলতলিতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে আসেন শুভেন্দু। কুলতলি ব্লকের কুন্দখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার সময় হঠাৎই তাঁর সামনে চলে আসেন সন্ধ্যারানি সর্দার নামে এক বিজেপি কর্মী। বিজেপি করার অপরাধে তাঁকে তৃণমূলের কর্মীরা মেরে হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ তাঁর। শুভেন্দুকে তিনি বলেন, থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি। পরে শুভেন্দু ওই মহিলাকে নিজের গাড়িতে তুলে চলে আসেন কুলতলি থানায়। মহিলাকে সঙ্গে নিয়ে থানায় শুভেন্দুর সঙ্গে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা।
কুলতলি থানায় তদন্তকারী অফিসারের ঘরে ঢুকে তাঁকে রীতিমতো ধমকানোর অভিযোগ ওঠে শুভেন্দুর বিরুদ্ধে। পরে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। এদিন শুভেন্দু কুলতলির দেউলবাড়ি ও কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান। বিরোধী দলনেতা বলেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় পুলিশ যদি অভিযোগ না নেয় তাহলে মহিলা কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে। তফসিলি জাতি কমিশনের কাছে দায়ের করা হবে অভিযোগ। প্রয়োজনে অভিযোগ জানাতে দিল্লিতে নিয়ে যাওয়া হবে আক্রান্ত মহিলাদের।
এদিন শুভেন্দু মগরাহাটে এসে বিডিওদের ‘চোর’ বলেও অভিহিত করেন। মগরাহাট (পূর্ব) বিধানসভার মগরাহাট ২ নম্বর ব্লকের গরুহাটায় আক্রান্ত বিজেপি পরিবারগুলির সঙ্গে দেখা করেন ও কথা বলেন। উড়েলচাঁদপুরে মাইক হাতে বক্তব্যও রাখেন তিনি। মগরাহাটে শুভেন্দু বলেন, ত্রিস্তর পঞ্চায়েতে মনোনয়নের সময়, ভোটের দিন এবং ভোটগণনার দিন তিনবারই লুট হয়েছে। বিডিওরা সব চোর। প্রহসনের নির্বাচন হয়েছে। তিনি বলেন, সিপিএম এখানে ভোটে লড়াই করেছিল। তৃণমূলের হাতে মার খেয়েছে। এখানে যে কর্মীরা মার খেয়েছেন তিনি কি আর বেঙ্গালুরুর বৈঠক মেনে নেবেন? কখনওই তা হয় না। কোনওভাবেই ওই বৈঠক মেনে নেবেন না সিপিএমের অত্যাচারিত কর্মীরা। বিজেপি কর্মীদের ভয় না পেয়ে সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করার পরামর্শ দেন শুভেন্দু। মগরাহাটেও তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল-সহ মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.