Advertisement
Advertisement

Breaking News

Cooch Behar

বিজেপি বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হল ডিম, ভাঙল গাড়ির কাচ, বিক্ষোভে তপ্ত দিনহাটা

পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে বিজেপি বিধায়ক, বেরনোর সময়ই হামলা ঘটে।

BJP MLA Nikhil Ranjan Dey attacked with eggs, huge agitation at Dinhata
Published by: Sucheta Sengupta
  • Posted:March 20, 2025 3:50 pm
  • Updated:March 20, 2025 5:01 pm  

বিক্রম রায়, কোচবিহার: বিক্ষোভের মাঝে ডিম ছুড়ে হামলা বিজেপি বিধায়কের উপর! ভাঙা হল গাড়ির কাচ। বৃহস্পতিবার দুপুরে এনিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা।আক্রান্ত কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। ডিম ছুড়ে, ইটপাটকেল নিয়ে হামলার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয়। নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয় বিধায়ক নিখিলরঞ্জন দে-কে। কারা হামলা চালাল, তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, পুরনো একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। মামলায় নাম থাকায় বৃহস্পতিবার হাজিরা দেন লকেট চট্টোপাধ্যায়, তৎকালীন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও। আদালত থেকে বেরনোর সময় আচমকাই বিধায়কের উপর হামলা চলে। ডিম ছুড়ে মারা হয় বলে অভিযোগ। যদিও সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা নিখিলরঞ্জন দে-কে রক্ষা করেন। 

Advertisement

বিজেপির অভিযোগ, বিধায়ক আদালতে যাবেন – এই খবর পেয়েই সেখানে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। তিনি আদালত থেকে বেরতেই হামলা চালানো হয়।  আরও অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা  ইট-পাটকেল ছুড়ে বিধায়কের গাড়ির কাচ ভেঙে দেয়। মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিষয়টি নিয়ে বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ”একটি পুরনো মামলায় আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে। এটা আইনের কাজ। তৃণমূল কেন বিক্ষোভ করল, বলতে পারব না। তবে আমাদের হেনস্তা করা হয়েছে। আমরা যারা বিজেপি করি, তারা কি আদালতের কাজেও যেতে পারবে না? ওরা হামলা চালাবে? আমরা আগে থেকেই বলেছি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। স্বাধীনভাবে মানুষের বাঁচার অধিকার নেই এখানে।” এই ঘটনার পর এলাকাজুড়ে যানজট হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশে আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী, সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement