সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাক্তন সহযোদ্ধাদের নিশানা করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি দেবকে তোপ দাগলেন তিনি। দাবি করলেন, গরু পাচার মামলায় ধৃত এনামুলের থেকে নাকি ৫ কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী তথা দেব। নিশানা করলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেত্রী সায়নী-বনি-সহ একাধিককে।
এই প্রথম নয়, এর আগেও দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। রবিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন সরাসরি সাংসদ তথা অভিনেতা দেবকে (দীপক অধিকারী) আক্রমণ করলেন তিনি। এদিন হিরণ বলেন, “আগেও বলেছি, আজ আবার বলছি দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন। আরও অনেকে জড়িত। বনির মতো বাচ্চা ছেলেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। আর কী বলব। সায়নী ঘোষের কথা বলেছেন বিচারপতি নিজেই। এত সম্পত্তি কীভাবে সেই প্রশ্ন তুলছেন। আমার আলাদা করে কিছু বলতে হবে না।” এখানেই শেষ নয়, প্রযোজক শ্রীকান্ত মোহতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেন হিরণ। বলেন, “শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুট করেছেন। ৯৯ শতাংশ প্রোডিউসার কোনও না কোনওভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।”
পালটা দিয়েছেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, “হিরণও যা বলছে হয়তো না জেনে বলছে। এরজন্য যা পদক্ষেপ করার করব। রাজনীতি বা অভিনয় কোনও জায়গাই হিরণের আর গ্রহণযোগত্যা নেই। তাই খবরে থাকতে এসব বলছে। আর দেবকে নিয়ে যা বলছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” এ বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। ওর কথায় গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.