Advertisement
Advertisement

Breaking News

Bishnuprasad Sharma

দার্জিলিংয়ে BJP’র পথের কাটা খোদ বিজেপিই! বিস্তার বিরুদ্ধে মনোনয়ন ‘বিদ্রোহী’ বিষ্ণুপ্রসাদের

ভূমিপুত্র নয়, তাই রাজুর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ।

BJP MLA Bishnuprasad Sharma Filed nomination in Darjeeling
Published by: Paramita Paul
  • Posted:March 30, 2024 4:43 pm
  • Updated:March 30, 2024 4:43 pm  

বিশ্বজ্যোতি ভট্টাচার্য: উত্তরে দার্জিলিং লোকসভা আসনে বিজেপির পথের কাটা যে বিজেপি স্বয়ং, সেই আভাস মিলেছিল আগেই। শনিবার সেটাই সত্যি হল। কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দলেরই প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হয়ে মনোনয়নপত্র জমা করলেন। জানালেন, তার লক্ষ্য পৃথক রাজ্য। এর আগে মঙ্গলবার গোর্খা জনমুক্তি মোর্চা পার্টির সদরদপ্তর সিংহামারিতে বিমল গুরুংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিষ্ণুবপ্রসাদ শর্মা। ভূমিপুত্র নয়, তাই রাজুর বিরুদ্ধে লড়াইয়ের হুমকি দেন তিনি।

এর আগে কাওয়াখালি ময়দানের সভায় প্রধানমন্ত্রী বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শোরগোল ফেলেছিলেন বিষ্ণুপ্রসাদ। ‘ভূমিপুত্র’ ইস্যুতে অনড় বিধায়কের হুঁশিয়ারি ছিল ‘বহিরাগত’ কাউকে দাঁড় করালে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তিনি নিজে মনোনয়নপত্র দাখিল করবেন। তিনি প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রীংলার হয়ে সওয়াল করেন। কিন্তু দল তিনবারের প্রার্থী পরিবর্তনের পরম্পরা ভেঙে সেই রাজু বিস্তাতে ভরসা রাখতে বিষ্ণুপ্রসাদ জানিয়ে দেন তিনি নির্দল হয়ে মনোনয়নপত্র জমা করবেন। বিষ্ণুপ্রসাদের কথায়, “রাজু ভূমিপুত্র নয়, তাই এই সিদ্ধান্ত।”

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে পদ্মপ্রার্থী রুদ্রনীল? জল্পনা তুঙ্গে]

বিজেপির প্রথম দফায় প্রার্থী ঘোষণার অনেক আগে থেকে বেসুরো বিষ্ণুপ্রসাদ শর্মা। দলের হাইকমান্ডের উপরে চাপ বাড়াতে পৃথক রাজ্যের দাবিতে উত্তরের গেরুয়া শিবিরের ‘আদি’ বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একজোট করার কাজ শুরু করেন। ইতিমধ্যে সমতলের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কয়েকজন দলীয় বিধায়কের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জলপাইগুড়ির ময়নাগুড়িতেও বৈঠক করেছেন। সাফ জানিয়েছেন, ভূমিপুত্রদের প্রার্থী করা না হলে বিরোধিতা করবেন। উত্তরবঙ্গ জুড়ে বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন। রাজনৈতিক মহলের জল্পনা, এখন দেখার বিষ্ণুপ্রসাদের বিদ্রোহ কতটা তীব্র হয়।

[আরও পড়ুন: আসানসোলে এখনও প্রার্থী দেয়নি বিজেপি, ‘গড়’ রক্ষায় ‘একা কুম্ভ’ জিতেন্দ্র তেওয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement