Advertisement
Advertisement

Breaking News

BJP MLA Arjun Singh writes a letter to WB CM Mamata Banerjee

Arjun Singh: পাটচাষিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অর্জুন সিংয়ের

বাংলা-সহ ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বারাকপুরের বিজেপি সাংসদের।

BJP MLA Arjun Singh writes a letter to WB CM Mamata Banerjee । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 29, 2022 9:50 pm
  • Updated:April 29, 2022 10:09 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পাটের দরের ঊর্ধ্বসীমা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ‘বিদ্রোহী’ অর্জুন সিং (Arjun Singh)। এবার পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলা-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বারাকপুরের বিজেপি সাংসদের। এদিকে, আগামী ৪ মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত তৃণমূলের। “ডাকলে যাব”, মুখ খুলে জল্পনা বাড়ালেন অর্জুন সিং।

দিনকয়েক আগেই বাংলার পাটশিল্প, জুটমিল নিয়ে ‘বিদ্রোহ’ ঘোষণা করেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্দ্ধসীমা বেঁধে দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন অর্জুন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছিলেন। কিন্তু গোয়েল তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি। তারপর থেকেই গোয়েলের বিরুদ্ধে একপ্রকার খড়্গহস্ত অর্জুন। এমনকী, এই শিল্পের হাল ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আন্দোলনে নামতে আপত্তি নেই সাংসদের। রাস্তায় নেমে আন্দোনের হুঁশিয়ারিও দেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তির লোভে বৈবাহিক সম্পর্কের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে, গ্রেপ্তার ‘প্রতারক’ নববধূ]

এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ওড়িশা, অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছেন তিনি।

Arjun Singhআগামী ৪মে জুট কমিশনারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক তৃণমূলের। ডাকলে যেতে পারেন বলেও জানিয়েছেন অর্জুন সিং। দলের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা, মুখ্যমন্ত্রীকে চিঠি এবং আন্দোলনে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ – একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তবে কি অর্জুন সিংয়ের দলবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও জল্পনায় জল ঢেলেছেন বারাকপুরের বিজেপি সাংসদ। আগে পাটচাষিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করাই তাঁর লক্ষ্য। দলবদল নয়।

[আরও পড়ুন: প্রমাণ লোপাটের অভিযোগ, হাঁসখালি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement