টিটুন মল্লিক, বাঁকুড়া: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শাসক-বিরোধী উভয়পক্ষের নেতাদের মুখে কুকথা যেন লেগেই রয়েছে। আরও একবার সে তালিকায় নিজের নাম জুড়লেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এবার তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই সর্বত্র চলছে জোর আলোচনা। সমালোচনায় সরব তৃণমূল।
শনিবার সন্ধেয় বাঁকুড়ার ওন্দার দলদলি গ্রামে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করে অমরনাথ শাখা। বৈঠকে তিনি বলেন, “ICDS কর্মী এবং সরকারি কর্মীরা যেখানে সমীক্ষা করছেন সেখানে তৃণমূল নেতাদের ঘোরাফেরা করতে দেখলে দড়ি দিয়ে তাঁদের গাছে বেঁধে রাখবেন। রাজ্যবাসীর কাছে আমার অনুরোধ। যদি আপনারা তাঁদের গাছে বেঁধে রাখেন তা হলে দেখবেন প্রকৃত প্রাপকরা ওই যোজনায় বাড়ি পাচ্ছেন। আর যাঁরা প্রাপক নন তাঁরা বাড়ি পাবেন না। আপনারা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দেখুন। চাকরি এবং বাড়ি থাকা সত্বেও কে কে বাড়ি পাচ্ছেন, তাঁদের তালিকা তৈরি করে আমাদের হাতে দিন। তারপর আমরা যথাযথ ব্যবস্থা নেব।”
অমরনাথ শাখার ‘গাছে বেঁধে রাখার’ নিদান নিয়ে স্বাভাবিকভাবেই সর্বত্র চলছে জোর আলোচনা। বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র পালটা জবাব দেন তাঁকে। বলেন, ‘‘পাগলের প্রলাপ বকছেন ওই বিধায়ক। তিনি এই বিষয়ে কিছু জানেন না বলেই এমন কথা বলছেন। তৃণমূল চায় গরিব মানুষ যেন আবাস যোজনায় বাড়ি পান। সে জন্যই রাজ্য জুড়ে সমীক্ষা শুরু হয়েছে।’’
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার শিরোনামে চলে আসে অমরনাথ শাখার নাম। সৌমিত্র খাঁ’র পর পৃথক রাঢ়বঙ্গের দাবিতেও সরব হন তিনি। সেই সময় তাঁর কথা নিয়ে হইচই শুরু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.