প্রতীকী ছবি।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আজ লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের বাদ্যি বাজিয়ে দেবে নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে অনেক দিন আগে থেকেই রাজনৈতিক ঘোড়া কেনাবেচা শুরু হয়েছে রাজ্য তথা দেশে। এ রাজ্যে মূলত বিজেপি(BJP) ও তৃণমূলের (TMC) মধ্যেই এই খেলা চলছে। রাজ্য স্তরে বেশ কিছু নেতা দলবদল করেছেন। এ বার পুরুলিয়া লোকসভার (Purulia Lok Sabha) অর্ন্তগত কাশিপুর বিধানসভার (Kashipur Bidhansava) হুড়া ব্লকের কলাবনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা আলপনা রায় ও তার পরিবারকে দলবদলের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুমকি দেওয়ার পর থেকে নিখোঁজ ওই সদস্যা ও তাঁর স্বামী। তৃণমূলের হুমকির পর তাঁরা নিখোঁজ বলে দাবি বিজেপির।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস আলপনা ও তাঁর স্বামী ডাক্তার রায়কে দলে যোগদানের জন্য বলে। যদি যোগদান না করা হয় তাহলে অপহরণ করে যোগদান করানো হবে বলে হুমকি দেয় তারা। তার পর থেকেই নিখোঁজ ওই দম্পতি। তাঁদের ফোনও বন্ধ। রাতেই ওই এলাকায় যান পুরুলিয়ার সাংসদ তথা বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)।
তিনি বলেন, “আমাদের পঞ্চায়েত সদস্যকে শাসক দল তৃণমূল জোর করে তাঁদের দলে যোগদান করাতে চাইছে। যদি যোগদান না করে তাহলে অপহরণ করে যোগদান করানো হবে বলেও হুমকি দেয়। তাঁদেরকে জঙ্গলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তাঁরা পালিয়েছেন। রাজ্যে বিজেপি কার্যকর্তারা সুরক্ষিত নন।” এই ঘটনায় সাংসদ তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে কাঠগড়ায় তুলেছেন।
সাংসদের বক্তব্যের পালটা দিয়ে শান্তিরাম মাহাতোর হয়ে সুর চড়িয়েছেন হুড়া ব্লক তৃণমূল সভাপতি প্রসেনজিৎ মাহাতো। তিনি বলেন, “পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। সেই মোতাবেক শনিবার তাঁদেরকে যোগদান করানোর কথা ছিল। কিন্তু কলাবনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ও তাঁদের কর্মীরা ওই দম্পতি যাতে তৃণমূলে যোগদান করতে না পারে সেই জন্য চাপ দেন। কিন্তু গ্রামের মানুষজন সিদ্ধান্ত নেন ওই দম্পতি তৃণমূলে যোগ দেবেন। কারণ গ্রামের মানুষ ওই জনপ্রতিনিধিকে জিতিয়েছেন। সিদ্ধান্ত তাঁরাই নেবেন। এর পর ওই দম্পতি পালিয়ে যায়। আর বিজেপি মোড় ঘোরাতে ভোটের মুখে নাটক করছে। ওই দম্পতির খোঁজ মিললেই সমগ্র বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।” তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন , “ওই দম্পতি বিজেপির হেফাজতেই রয়েছে । এই সবই সাংসদ ও বিজেপির নাটক। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.