সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ধর্মীয় ভাবাবেগে আঘাত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। এবার মদন মিত্রের (Madan Mitra) বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পুরুলিয়ার বিজেপি নেতারা। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
ভোট যত এগিয়ে আসছে প্রতিপক্ষকে আক্রমণের ভাষা ততই কড়া হচ্ছে শাসক-বিরোধী উভয়ের। যে কারণে বারবার বিতর্কে জড়িয়ে পড়ছেন নেতারা। এবার একই অভিযোগে কাঠগড়ায় প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। ২৫ জানুয়ারি পুরুলিয়ার কাশীপুর থানার সেবাব্রতী মাঠে সভা করেন ওই তৃণমূল নেতা। সেখান থেকে বিজেপিকে তুলোধনা করতে গিয়ে টেনে আনেন রাম-সীতাকে। উস্কানিমূলক মন্তব্য করেন বলেও অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধেয় একটি অভিযোগ পত্র নিয়ে কাশীপুর ও ঝালদা থানায় যান বিজেপির নেতারা। তাঁদের অভিযোগ, হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন মদন। পাশাপাশি তাঁর উস্কানিমূলক মন্তব্যের কারণেই তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা করছে বিজেপির উপর। অতএব মদন মিত্রকে শাস্তি দিতে হবে। তবে বিজেপি অভিযোগ করলেও মামলা রুজু হয়নি বলেই খবর।
এবিষয়ে কাশীপুর থানার তরফে জানানো হয়েছে, তারা এখনও এহেন কোনও অভিযোগ পায়নি। এদিকে ঝালদা থানা জানিয়েছে, অভিযোগপত্র পেলেও ওই থানায় কোনও মামলা দায়ের হয়নি। কারণ সভাটি ঝালদা থানা এলাকায় ছিল না। এবিষয়ে পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “মদন মিত্র সীতার নামে যা মন্তব্য করেছেন তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। গোটা হিন্দু সমাজকে অপমান করেছেন তিনি।” পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলিশ অবিলম্বে ব্যবস্থা না নিলে পরবর্তীতে পরিস্থিতি হাতের বাইরে গেলে তাঁরা দায় নেবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.