Advertisement
Advertisement

Breaking News

BJP

নিশীথ প্রামাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি জটে উদয়ন, পুলিশে অভিযোগ বিজেপির

অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আরজি জানানো হয়েছে বিজেপির তরফে।

BJP lodged a complain against Udayan Guha | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 27, 2022 8:17 pm
  • Updated:October 27, 2022 9:03 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের দাঁড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার জের। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

বেফাঁস মন্তব্যের জন্য বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে জেতার মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল হেরে গিয়েছে। নিশীথ প্রামাণিক জয়ী হওয়ার পর এলাকায় ঢোকেনি।” এরপর মন্ত্রী আরও বলেন, “এই লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে। আপনারা সেইভাবে এলাকায় এলাকায় মানুষকে তৈরি করবেন।”

Advertisement

[আরও পড়ুন: বিদ্যুৎ বিল মেটানোর নামে জালিয়াতি, ইছাপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষ টাকা

এই মন্তব্যের জেরেই এবার আইনি জটে উদয়ন গুহ। বৃহস্পতিবার সন্ধেয় শিলিগুড়ি থানায় যান বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সেখানে উদয়ন গুহর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান তিনি। এরপর টুইটে নিজেই জানিয়েছেন বিষয়টি।

 

বরাবরই বিতর্কিত মন্তব্য করে কটাক্ষের শিকার হন উদয়ন গুহ। সপ্তাহখানেক আগে হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা কম হয়নি। তবে তাতেও দমতে নারাজ উদয়ন। দিন কয়েক আগে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, “বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে।”

[আরও পড়ুন: কুলপিতে যুবকের রহস্যমৃত্যু, ৭ দিন বেপাত্তা থাকার পর ঘরেই মিলল পচাগলা দেহ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement