Advertisement
Advertisement

Breaking News

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি বিজেপি নেতার, পালটা খোঁচা অনুব্রতর

বিজেপি ‘গরু’র দল, তোপ অনুব্রতর।

BJP leader threatens to kill Abhishek Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2018 7:56 pm
  • Updated:August 3, 2018 7:56 pm  

নন্দন দত্ত, সিউড়ি: তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘খুনে’র হুমকি দিল বিজেপি৷ প্রকাশ্য জনসভা মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতার ‘খুনে’র হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে বীরভূমের রাজনীতি৷ শুক্রবার বিজেপির স্থানীয় এক নেতা বলেন, “কেরলে আমাদের সঙ্গে যেমন সিপিএমের লড়াই চলছে, ওঁরা আমাদের একজনকে মার্ডার করলে আমরা দু’জনকে মার্ডার করি৷ ঠিক তেমনই এ রাজ্যে শুরু হবে৷ আর এ রাজ্যে এবার যদি দিদি আপনার ভাইপো মার্ডার হয়ে যায়, তাহলে কি হবে দিদি?” শান্ত বীরভূমকে অশান্ত করার পরিকল্পনা কোনও ভাবে তৃণমূল মেনে নেবে না বলেও পালটা সুর চড়াল স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

[ভারত-নেপাল সীমান্তে বিপুল পরিমাণ মাদক-সহ গ্রেপ্তার দুই]

খয়রাশোলে বিজেপির কিষাণ মোর্চার ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার জেলা প্রশাসনের চত্বরে অবস্থানে বসে বিজেপি৷ খুনের হুমকির প্রতিবাদে পালটা প্রতিবাদ মিছিলও করল তৃণমূল৷ শুক্রবার বিজেপি ও তৃণমূলের পৃথক জোড়া মিছিলে নাজেহাল অবস্থা হল সিউড়ি৷ তবে, দু’দলই তাদের কর্মীদের ধরে রাখতে বিরোধীদের তীব্র আক্রমণ করে৷

Advertisement

[নীল-সাদা রঙে আপত্তি, ম্যাসাঞ্জোর বাঁধ সংস্কারের কাজে বাধা বিজেপির]

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়ের নেতৃত্বে খয়রাশোলে তাঁদের ওপর আক্রমণের নিন্দা করেন বিজেপি নেতারা। খয়রাশোলে কিষাণ মোর্চার জেলা সভাপতি-সহ কয়েকজন নেতা বৈঠক করার সময় তাঁদের ওপর আক্রমণ চালায় দুস্কৃতীরা৷ বিজেপির অভিযোগ, এর পিছনে তৃণমূলের স্থানীয় নেতাদের হাত রয়েছে৷ তারই প্রতিবাদ করতে গিয়ে বিজেপি জেলা নেতা নির্মল মণ্ডল উত্তেজক ভাষণ দেন৷ বলেন, “কেরলে আমাদের সঙ্গে যেমন সিপিএমের লড়াই চলছে৷ ওঁরা আমাদের একজনকে মার্ডার করলে আমরা দু’জনকে মার্ডার করি৷ ঠিক তেমনই এ রাজ্যে শুরু হবে৷ আর এ রাজ্যে এবার যদি দিদি আপনার ভাইপো মার্ডার হয়ে যায়, তাহলে কি হবে দিদি?” নির্মল মণ্ডল বিজেপির জাতীয় কার্যকারনী সমিতির সদস্য৷

যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘বিজেপি তো গরুর দল। তাই বিজেপি নেতাদের মাথায় গোবর ভরা আছে।’’ তিনি দাবি করেন, শান্ত বীরভূমকে ঝাড়খণ্ড থেকে গুন্ডা এনে অশান্ত করার চেষ্টা করছে বিজেপির ‘গরুর দল’।

অন্যদিকে অসমে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়া ও জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের প্রতিবাদে তৃণমূল এদিন প্রতিবাদ মিছিল করে। জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরির নেতৃত্বে সিউড়ির জেলা তৃণমূল ভবন থেকে মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement