Advertisement
Advertisement

Breaking News

Swapan Majumder

ভোটে হার তাতে কী! মালাবদল করলেন বারাসতের বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, পাত্রী বনগাঁরই

ভোটে হারের পরেই বিয়ে। তাঁর পোস্টে কমেন্টে এক নেট নাগরিক লিখেছেন, 'যদি বারাসত লোকসভা আসন বিজেপি জিতত ভালো হত।'

BJP leader Swapan Majumder got married
Published by: Subhankar Patra
  • Posted:June 23, 2024 10:25 am
  • Updated:June 23, 2024 10:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনজুড়ে! কখন কাকে, কার ভালো লাগবে তা বলা মুশকিল। লোকসভা ভোটে তৃণমূলের কাকলির কাছে হেরেছেন তিনি তাতে কী? ভোটের ফলপ্রকাশের পর নতুন জীবন শুরু করলেন বিজেপি নেতা স্বপন মজুমদার। চল্লিশ পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে সেই ছবি। তা নিয়ে মজেছেন নেট নাগরিকেরা।

জানা গিয়েছে, বনগাঁর (Bangaon) আমলাপাড়ার বাসিন্দা তৃষা মিস্ত্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নতুন বউয়ের সঙ্গে সোশাল মিডিয়ায় (Social Media) সেই ছবি পোস্টও করেছেন তিনি। সেই পোস্টের কমেন্টে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অনেক নেট বাসিন্দা তাঁদের নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন। তবে বেশ কিছু মজার টিপ্পনীও রয়েছে। এক ব্যবহারকারী যেমন লিখেছেন, ‘দাদা আমাদের খাওয়াটা বাকি আছে। কবে খাওয়াবেন বলবেন।’

Advertisement

[আরও পড়ুন: ‘মমতার পালটা মুখই বাংলায় নেই’, আরএসএস মুখপত্রে বঙ্গ বিজেপির সমালোচনা]

স্বপন (Swapan Majumder) লোকসভা নির্বাচনে হারলেও তিনি বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক। বিভিন্ন সময়ে বির্তকিত মন্তব্য করে শিরনামে এসেছেন। একবার তিনি বলেছিলেন, “নির্বাচনে যখন এই টিএমসি নেতারা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য আপনাদের ব্য়বহার করার চেষ্টা করবেন, আপনারা লাঠি, ডঙ্কা, নিয়ে সবাই তৈরি থাকবেন। ভোট চাইতে এলে তাঁদের মুখে তুলে মারবেন। যাতে ওই মুখ দিয়ে আর কুরুচিকর মন্তব্য না বের হয় কোনওদিন।” যা নিয়ে বিস্তর শোরগোল পড়ে রাজনৈতিক মহলে।

তিনি আরও বলেছিলেন, “সামনের নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। স্ট্রং রুম ও গণনাকেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। কাউকে ভয় পাবেন না। ধমকানো চমকানো পুলিশবাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই পুলিশবাবাকে দিয়েই এনকাউন্টার করাব।” তবে বির্তক ভুলে নতুন জীবন শুরু করলেন তিনি। তবে তাঁর পোস্টে কমেন্ট করে এক অনুগামী লিখেছেন, ‘মনটা ভালো হয়ে যেত, যদি বারাসত লোকসভা আসন বিজেপি জিতত।’

[আরও পড়ুন: ফর্ম ফিলাপ না করেও PSC-র ফুড এসআইয়ের মেধা তালিকায় নাম! চাঁচল থানায় অভিযোগ যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement