Advertisement
Advertisement

Breaking News

BJP leader Suvendu Adhikari slams TMC leader Anubrata Mandal

‘তিহাড় জেলে ধোঁয়া বেরিয়ে গিয়েছে’, অনুব্রতকে বেনজির আক্রমণ শুভেন্দুর

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দেন রাজ্যের বিরোধী দলনেতা।

BJP leader Suvendu Adhikari slams TMC leader Anubrata Mandal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 7, 2023 8:51 pm
  • Updated:April 7, 2023 8:53 pm  

অর্ক দে, বর্ধমান: ফের অনুব্রত মণ্ডলকে বেনজির আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীর। বর্ধমানের সভা থেকে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে ‘আলালের দুলাল’ কটাক্ষ তাঁর। নাম না করে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

কৃষকদের নিয়ে শুক্রবার বর্ধমানে একটি মিছিল করেন শুভেন্দু অধিকারী। এরপর সভামঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে সুর চড়ান। সরাসরি অনুব্রত মণ্ডলকে নিশানা করেন। বলেন, “মমতার আলালের দুলাল ছিলেন। তিনি মঙ্গলকোট, আউশগ্রাম, কেতুগ্রামের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি রাইস মিলে কৃষকদের নামে ফেক অ্যাকাউন্টে চেক নিতেন আর ধান কিনতেন। কেষ্টবাবু বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে। চড়াম চড়াম ঢাকের আওয়াজ, নকুলদানা, গুড় বাতাসা। এখন ধোঁয়া বেরিয়ে গিয়েছে তিহাড়ের জেলে। এখানকার মাতব্বরদেরও তাই অবস্থা হবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘প্রথমে ওর বাবাকে মারলাম, তারপর মাকে, তারপর দিদিকে…’, আশ্চর্যরকম নির্লিপ্ত শীতলকুচি কাণ্ডের ‘খুনি’]

এরপর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। তাঁর খোঁচা, “কয়লা ভাইপো ঘনঘন বলেন তিনি ফাঁসির দড়িতে ঝুলে যাবেন। এত সাহস যদি আছে ইডি’র বিরুদ্ধ হাই কোর্ট, সুপ্রিম কোর্টে যান কেন? ডাকছে যখন গটগট করে যাবেন। বেরিয়ে এসে আমাকে গালাগালি করবেন। অসুবিধা কী আছে?” এছাড়া তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগতে ছাড়েননি তিনি।

[আরও পড়ুন: কয়লা মাফিয়া রাজু খুনে ‘বড় মাথা’, প্রাণহানির আশঙ্কা আবদুল লতিফেরও, বিস্ফোরক অর্জুন সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement