Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

ফের শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে শাসানি বিরোধী দলনেতার

শুভেন্দুর এহেন আচরণের তীব্র সমালোচনা করেছে তৃণমূল।

BJP leader Suvendu Adhikari again threatens police in Goghat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 10, 2023 9:39 am
  • Updated:December 10, 2023 11:32 am  

সুমন করাতি, হুগলি: ফের থানায় ঢুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘দাদাগিরি’! পূর্ব মেদিনীপুরের মারিশদার পর এবার ঘটনাস্থল হুগলির গোঘাট। শুভেন্দুর এহেন আচরণের তীব্র সমালোচনা করেছে তৃণমূল।

ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে। গোঘাটের কৃষকদের সঙ্গে ধানের আড়তদারদের অশান্তি হয়। কৃষকরা বিক্ষোভ দেখায়। পথ অবরোধও করেন। তাতে সমস্যায় পড়েন পথচলতিরা। সেই সময় গোঘাট থানার ওসি ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে আড়তদারদেরও কড়া বার্তা দেন পুলিশ আধিকারিকরা। সেই দিনের ভিডিও X হ্যান্ডলে শেয়ার করেন শুভেন্দু অধিকারী। ওই পুলিশ আধিকারিককে দিয়ে ক্ষমা চাওয়াবেন বলেও উল্লেখ করেন।

Advertisement

[আরও পড়ুন: পদমর্যাদা শিক্ষকের, বেতন অশিক্ষক কর্মীর থেকেও কম! ভোকেশনাল শিক্ষকদের ‘বঞ্চনা’য় ক্ষুব্ধ হাই কোর্ট]

এর পর শনিবার স্থানীয় বেশ কয়েকজন বিধায়ক এবং দলীয় কর্মীদের নিয়ে গোঘাট থানায় যান শুভেন্দু। বেশ শাসানির সুরে থানার ওসির খোঁজ করতে থাকেন। যদিও সেই সময় নিজের ডিউটিতে থাকার কারণে থানায় ছিলেন না ওসি। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা বেঁধে যায় শুভেন্দু। থানায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বেরিয়ে যান। শুভেন্দুর থানায় ঢুকে ‘দাদাগিরি’র ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেই দাবি ঘাসফুল শিবিরের।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: লটারি জেতার ২৪ ঘণ্টার মধ্যে পুকুরে মিলল যুবকের দেহ, টাকার লোভে খুন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement