সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দুর মিছিলে ‘গোলি মারো’ (Goli Maro) স্লোগান তুলেছিল বিজেপি নেতা-কর্মীরা। সেই অপরাধে গ্রেপ্তারও হয়েছিল তিনজন। বুধবার বিজেপির যুবমোর্চার সেই ধৃত নেতা সুরেশ শাহ এবং দুই কর্মীকে জামিন দিল চন্দননগর আদালত। উল্লেখ্য, গত ২১ তারিখ তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ।
২০১৯ সালে বিজেপির একটি সমাবেশ থেকে সিএএ বিরোধীদের দিকে আক্রমণ শানাতে ব্যবহার হয়েছিল এই ‘গোলি মারো’ স্লোগান। এর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। এবার বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে ‘গোলি মারো’ স্লোগান উঠেছে। গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলেও ‘বাংলার গদ্দারোকো গোলি মারো শালেকো’ স্লোগান শোনা যায়। এর ২৪ ঘণ্টার মধ্যে স্লোগান ইস্যুতে সরগরম হয়ে ওঠে হুগলির চন্দননগর।
West Bengal: BJP Yuva Morcha President Suresh Shaw and two workers of the party granted bail by Chandannagar court. They were arrested on January 21st in connection with “desh ke gaddaron ko, goli maaro saalo ko” slogan raised at BJP rally in Chandannagar on January 20th.
— ANI (@ANI) January 27, 2021
চন্দননগরে রোড শো ছিল বিজেপির (BJP)। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত অংশ নেন তাতে। লরিতে চড়ে দিব্যি ফুল ছুঁড়ে, হাত নাড়িয়ে রোড শো চলছিল। আচমকাই বেশ কয়েকজন ‘গোলি মারো’ স্লোগান দেন। তাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বিড়ম্বনায় পড়েন বিজেপি নেতারা।
শমীক ভট্টাচার্য বলেন, “এই ধরনের শব্দবন্ধনীকে সমর্থন করে না বিজেপি। যে বা যারা মিছিলে এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।” এরপর সন্ধেয় চন্দননগর কমিশনারেটে এ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সুরেশ সাউ-সহ তিনজনকে গ্রেপ্তার করে। অবশেষে বুধবার জামিন পেল তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.