Advertisement
Advertisement
অনুব্রত

‘অনুব্রত মাফিয়া, বোমের রাজনীতি করেন’, বর্ধমান থেকে তোপ রাজু বন্দ্যোপাধ্যায়ের

এদিন বর্ধমানের অট্টহাস মন্দিরে পুজো দেন বিজেপি নেতা।

BJP leader Raju Banerjee slams tmc leader Anubrata Mandal
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2020 4:34 pm
  • Updated:August 7, 2021 12:13 pm  

ধীমান রায়, কাটোয়া: ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) কুৎসিত ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে বীরভূমের তৃণমূল সভাপতিকে ‘ক্রিমিনাল, মাফিয়া’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “বোম-গুলির রাজনীতি করেন অনুব্রত মণ্ডল।”

শুক্রবার দুপুরে বর্ধমানের অট্টহাস মন্দিরে (Attohas Temple) পুজো দিতে যান রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) বর্ধমান পূর্ব জেলা কমিটির (গ্রামীণ) সভাপতি কৃষ্ণ ঘোষ, সহ-সভাপতি অনিল দত্ত-সহ অন্যান্য নেতারা। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা। জানান, পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্যবাসী যাতে করোনা থেকে মুক্ত হয়ে শান্তিতে বসবাস করতে পারেন সেই কামনায় তিনি দেবীর কাছে পুজো দিতে এসেছেন। এরপরই একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেন। কটাক্ষ করেন অনুব্রত মণ্ডলকেও। কিছুদিন আগে কেতুগ্রাম এলাকার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল দলের বৈঠকে ঘোষণা করেছিলেন যে, আগামী বিধানসভা ভোটে কৌশল বদলানো হবে। সেই প্রসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে নিশানা করে বলেন, ” উনি একজন ক্রিমিনাল, মাফিয়া। বোমা-গুলি নিয়ে রাজনীতি করেন। ভোটের সময় দেখা যাবে কেষ্ট মহারাজ আদৌ বাইরে থাকবেন না জেলে থাকবেন।”

Advertisement

raju

[আরও পড়ুন:সুরেই দেশপ্রেমের প্রকাশ, স্বাধীনতা দিবসের আগে মুক্ত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন লকেট

নির্বাচন প্রসঙ্গে এদিন বিজেপি নেতা বলেন, ” আগামী নির্বাচন পুলিশ দিয়ে হবে না। প্যারা মিলিটারি ফোর্স দিয়ে হবে। বাংলার মানুষ বিজেপিকেই ভোট দিয়ে জেতাবেন।” প্রসঙ্গত, কিছুদিন আগেও অনুব্রত মণ্ডলকে বেনজির আক্রমণ করেছিলেন রাজুবাবু। পালটা দিয়েছিলেন অনুব্রতও। বলেছিলন, “বীরভূমে কে এল কে গেল তাতে আমার কিছুই এসে যায় না। পালে গরু-ছাগল আসে, চড়ে, আবার ফিরেও যায়। ও-ও ফিরে যাক।” সেই ঘটনার পর জ্যোতিপ্রিয় মল্লিক, রবীন্দ্রনাথ ঘোষকেও ‘ক্রিমিনাল’ বলেছিলেন ওই বিজেপি নেতা।

[আরও পড়ুন: বাংলার করোনাযোদ্ধাদের সম্মান, স্বাধীনতা দিবসে বিশেষ স্ট্যাম্প প্রকাশ করবে ডাকবিভাগ

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement