Advertisement
Advertisement

Breaking News

BJP

হিংসায় উসকানি! মেরে বিরোধীদের হাঁটু ভেঙে দেওয়ার নিদান বিজেপি নেতার

বিজেপি নেতার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷

BJP leader ordered to beat opponents and break their knees | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 1, 2022 8:55 pm
  • Updated:November 1, 2022 8:55 pm  

জ্যোতির্ময় চক্রবর্তী, বনগাঁ : ফের ভোটের আগে হিংসায় উসকানি রাজনৈতিক নেতাদের। এবার অভিযুক্ত বনগাঁর (Bongaon) এক বিজেপি (BJP) নেতা। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল (TMC) নেতা-কর্মীরা যদি ভোট লুট করতে আসে, তবে বাঁশ দিয়ে মেরে হাঁটু ভেঙে দিন, এই ভাষাতে নিদান দিলেন বিজেপি নেতা তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর (Municipality Councilor) দেবদাস মণ্ডল৷ যদিও দেবাদাসের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাঁদের বক্তব্য, ভোটে হারবে বুঝে গিয়েছে গেরুয়া শিবির, তাই হিংসায় উসকানি।    

মঙ্গলবার দেবদাস গিয়েছিলেন গাইঘাটার চারু বাবুর মোর এলাকায় দলের একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর৷ সেখানেই দেবদাস কর্মীদের উদ্দেশে বলেন “আগামী বছর পঞ্চায়েত ভোট৷ আপনাদের আগেও বলেছি আজও বলছি, এই ভোট ২০১৮ সালের ভোট নয়, ২০২৩ সালের ভোট৷” এরপরই দেবদাস কর্মীদের নির্দেশ দেন, “প্রতিটি বুথে চার হাত সাইজের বাঁশ জড়ো করে রাখুন৷ ঠ্যাঙারে বাহিনী তৈরি করুন৷ যারা ভোট লুট করতে আসবে মেরে তাঁদের হাঁটু ভেঙে দেবেন৷”

Advertisement

[আরও পড়ুন: কোলাঘাটে সমবায় সমিতির নির্বাচনে বড় জয় বাম-কংগ্রেসের, পর্যুদস্ত তৃণমূল-বিজেপি]

এখানেই না থেমে দেবদাস তৃণমূল নেতাদের হুঁশিয়ারিও দিয়েছেন। বলেন, “যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, যাঁরা টাকা নিয়েও চাকরি দেননি, তাঁরা তৈরি থাকুন। সেই সব মানুষেরা আপনাদের কচা প্যারেড করবে৷ দুয়ারে কচা প্যারেড কর্মসূচি চলবে৷ বাড়ি গিয়ে কলার ধরে টেনে বার করবে আপনাদের৷”

[আরও পড়ুন: দায়িত্ব পেয়েই শুভেন্দু গড়ে সক্রিয়, বিজেপিত্যাগী ২ নেতার সঙ্গে চা-চক্রে কুণাল ঘোষ]

যদিও বিজেপি নেতার হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ তাদের বক্তব্য, ভোটে হারে ভয়ে উত্তেজনা ছড়াচ্ছে গেরুয়া শিবির। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “ভোটে বিজেপি গোহারা হারবে সেটা এখন থেকেই বুঝতে পারছে৷ সে কারণেই ওদের নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে৷ অশ্লীল কথাবার্তা বলে ভোটের আগে পরিবেশ উত্তপ্ত করতে চাইছে৷ মানুষই ওদের কচা প্যারেড করিয়ে সাইজ করে দেবে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement