অর্ণব দাস, বারাকপুর: আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে হিন্দুত্বে শান দিয়েই ভোটবাক্স শক্তিশালী করাই যেন লক্ষ্য গেরুয়া শিবিরের। বৃহস্পতিবার নিউ বারাকপুর থানা সংলগ্ন বসন্ত মিলন উৎসবে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর দাবি, “বাংলায় ৯ শতাংশ হিন্দু ভোট দেন না। আমি তাদের ভোট দিতে অনুরোধ করছি। বাংলাদেশ ট্রেলার দেখিয়েছে, এরপরে হিন্দু বাঙালি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।”
চব্বিশের লোকসভা নির্বাচনে দিনরাত এক করে প্রচার করেছিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু তাতেও লাভ কিছু হয়নি। ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। বৃহস্পতিবার নিউ বারাকপুর থানা সংলগ্ন বসন্ত মিলন উৎসবে উপস্থিত হয়ে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনেই গোষ্ঠীকোন্দলের তত্ত্ব খাড়া করলেন মিঠুন। বললেন, “আমরা তো তৃণমূলের সঙ্গে লড়াই করিনি। নিজেরা নিজেদের সঙ্গে লড়েছি। কিন্তু এবার তা হতে দেব না।”
তাকে আগামী বিধানসভা নির্বাচনে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে তাঁর সংযোজন, “আমাকে অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। পরে তা জানতে পারবেন। আমাদের দলে সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। সুকান্তদা, শুভেন্দুদা, বাকি আরও নেতৃত্বরা নিজেদের মতো কাজ করবেন। আমিও আমার মত করে করবো। আদপে সবাই একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়ব।” রাজ্যের পুলিশ নিরপেক্ষ একরাতে সন্ত্রাস থেমে যাবে বলেও এদিন জানান অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.