Advertisement
Advertisement
কালোসোনা

‘পুলিশের জিভ ছিঁড়ে নেব’, হুমকি দিয়ে বিতর্কে বীরভূমের বিজেপি নেতা

কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের৷

BJP leader Kalosona Mandol warns police at Tarapith

ছবি: শান্তনু দাস

Published by: Tanujit Das
  • Posted:June 3, 2019 2:34 pm
  • Updated:June 3, 2019 5:17 pm  

নন্দন দত্ত, সিউড়ি: আবারও বিতর্কে জড়ালেন কালোসোনা মণ্ডল৷ আবারও পুলিশের উপর আক্রমণের নিদান দিতে শোনা গেল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদককে৷ সোমবার তারাপীঠ থানার সামনের বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বীরভূমের এই দাপুটে বিজেপি নেতা৷ যাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং৷

[ আরও পড়ুন: ‘বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাব’, হুমকি পোস্টারে চাঞ্চল্য মধ্যমগ্রামে]

Advertisement

জানা গিয়েছে, জেলার বিজেপি কর্মী-সমর্থকদের উপর পুলিশ ও শাসকদলের অত্যাচারের অভিযোগে, সোমবার তারাপীঠ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বীরভূমের বিজেপি কর্মীরা৷ সামনে থেকে যে কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা যায় বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে৷ তারাপীঠ থানায় স্মারকলিপিও জমা দেন তাঁরা৷

অভিযোগ, এরপরই ওই বিক্ষোভ কর্মসূচি থেকে জেলা পুলিশের বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের উসকানি দিতে শোনা যায় কালোসোনা মণ্ডলকে৷ পুলিশকে আক্রমণের নিদান দিতে শোনা যায় তাঁকে৷ পুলিশের বিরুদ্ধে তিনি বলেন, ‘‘পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না৷ পক্ষপাতমূলক কাজ করছে জেলা পুলিশ৷ কয়েকদিন আগে পুলিশের তরফে বলা হয়েছে বিজেপি নেতৃত্বের উপর তাঁরা নাকি দমনপীড়ন চালাবে৷ বিজেপি নেতাদের লাথি মারবে৷ আমি বলছি, যদি বিজেপি নেতারা কোনও অন্যায় করে থাকে, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন৷ এবং যদি তৃণমূলের কেউ অন্যায় করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন৷ যদি তা না করেন, পুলিশের ক্ষমতা থাকলে বিজেপি কার্যকর্তাকে লাথি মেরে দেখাক৷ আর আমি বাপের ব্যাটা হলে, পা ভেঙে দেব৷ বিজেপি নেতাদের নামে কুকথা বললে পুলিশের জিভ আমি ছিঁড়ে নেব৷’’

[ আরও পড়ুন: রাজনীতির বলি এক খুদে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু ঘিরে ধুন্ধুমার ]

পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন৷ বিজেপি নেতার বক্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কালোসোনা মণ্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পালটা হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং৷ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, বিজেপি নেতার বক্তব্যকে ঘিরে জেলার রাজনৈতিক মহলেও তুঙ্গে উত্তেজনা৷ প্রশ্ন উঠেছে, অনুব্রত মণ্ডল যখন, পুলিশের দিকে বোমা ছোঁড়ার হুমকি দিয়েছিলেন, তখন তাঁর সমালোচনায় মুখর ছিলেন বিজেপি নেতারা৷ তবে এবার কালোসোনা মণ্ডলের বক্তব্য সোনার পর তাঁরা কী বলবেন? যদিও এই বিষয়ে এখনও বিজেপির কোনও বক্তব্য পাওয়া যায়নি৷

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একই কায়দায় পুলিশকে আক্রমণের নিদান দিতে শোনা গিয়েছে কালোসোনা মণ্ডলকে৷ গত কয়েক মাস আগেই বীরভূমের মহম্মদ বাজারের রামপুর পঞ্চায়েতে, একই ভাবে পুলিশের উপর আক্রমণের হুমকি দেন তিনি৷ যার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়৷ বর্তমানে সেই মামলায় জামিনে মুক্ত হন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement