Advertisement
Advertisement

Breaking News

BJP leader Jitendra Tiwari admitted admitted in Asansol Jail Hospital

অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি, পেট ও বুকে ব্যথা নিয়ে ভরতি জেল হাসপাতালে

বুধবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি।

BJP leader Jitendra Tiwari admitted admitted in Asansol Jail Hospital । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 29, 2023 8:51 pm
  • Updated:March 29, 2023 9:11 pm  

শেখর চন্দ্র, আসানসোল: অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি। পেটে ও বুকে ব্যথা নিয়ে জেল হাসপাতালে ভরতি বিজেপি নেতা। বুধবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্ত্রী চৈতালি তিওয়ারি এবং মেয়ে পল্লবী তিওয়ারি।

বুধবার সকাল থেকে শরীর অসুস্থ ছিল জিতেন্দ্রর। দুপুরে ভাল করে খাবার খাননি তিনি। বিকেল থেকে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিসিইউতে ভরতি করা হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্ত্রী চৈতালি তিওয়ারি ও মেয়ে পল্লবী তিওয়ারি।

Advertisement

[আরও পড়ুন: ‘নির্দ্বিধায় মিথ্যা বলেন মানিক’, জেরার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে CBI’কে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

গত সোমবারই আসানসোল আদালতে তোলা হয় তাঁকে। টানা এক ঘণ্টা চল্লিশ মিনিটের শুনানি হয়। তাতে বারবার মুখ খোলেন ক্ষুব্ধ জিতেন্দ্র। সওয়াল জবাব চলার পর জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাঁর। শেষমেশ জিতেন্দ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। সেখানে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছেন জিতেন্দ্র।

[আরও পড়ুন: ‘দুর্নীতির সমুদ্রে ঠগ বাছতে গাঁ উজাড় হবে’, প্রাথমিক নিয়োগ মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement