ফাইল ছবি
শেখর চন্দ্র, আসানসোল: অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি। পেটে ও বুকে ব্যথা নিয়ে জেল হাসপাতালে ভরতি বিজেপি নেতা। বুধবার সকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্ত্রী চৈতালি তিওয়ারি এবং মেয়ে পল্লবী তিওয়ারি।
বুধবার সকাল থেকে শরীর অসুস্থ ছিল জিতেন্দ্রর। দুপুরে ভাল করে খাবার খাননি তিনি। বিকেল থেকে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিসিইউতে ভরতি করা হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্ত্রী চৈতালি তিওয়ারি ও মেয়ে পল্লবী তিওয়ারি।
গত সোমবারই আসানসোল আদালতে তোলা হয় তাঁকে। টানা এক ঘণ্টা চল্লিশ মিনিটের শুনানি হয়। তাতে বারবার মুখ খোলেন ক্ষুব্ধ জিতেন্দ্র। সওয়াল জবাব চলার পর জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাঁর। শেষমেশ জিতেন্দ্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। সেখানে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েছেন জিতেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.