সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে রামনবমী নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। হিন্দুত্বে শান দিয়ে ভোটবাক্সে তার প্রতিফলনই লক্ষ্য বিজেপির। রামনবমীকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির। রবিবার রাজ্যজুড়ে একাধিক কর্মসূচিও রয়েছে তাদের। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে কড়া নজর লালবাজারের। এই পরিস্থিতিতে রামনবমী নিয়ে ফের হুঁশিয়ারির সুর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। তাঁকে পালটা জবাব দেন তৃণমূল নেতা শওকত মোল্লা।
দিলীপ ঘোষ বলেন, “রামনবমীতে প্রচুর মানুষ রাস্তায় নামবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মাড়িয়ে চলে যাবে।” পালটা আবার শওকত বলেন, “বাংলার পুলিশ আছে বলে ঘর থেকে বেরোচ্ছেন দিলীপ। না হলে ঘরেই থাকতে হত।” রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গেরুয়া শিবির বাংলায় অযথা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা তৃণমূল নেতার। রাজ্যবাসীর উদ্দেশে তাঁর সতর্কবার্তা, “বাংলার ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি হিংস্র হয়ে উঠেছে। ওরা যেনতেন প্রকারেণ বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। তাই মানুষকে বলব সতর্ক থাকুন।”
এদিকে, রামনবমীর আগে পোস্টারে ছয়লাপ কলকাতা-সহ প্রায় গোটা রাজ্য। মেয়ো রোড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পোস্টার দেখা গিয়েছে। আবার মেট্রোপলিটানে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছে আরজেডি। তবে রামনবমী নিয়ে সতর্ক লালবাজার। ইতিমধ্যে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। যাতে কোনও ধরনের গোলমালের শুরুতেই ব্যবস্থা নেওয়া যায়, সেদিকে নজর রয়েছে পুলিশের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.