সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনিশ্চিত ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। এই প্রসঙ্গে মুখ খুলে দুর্নীতির অঙ্কের হিসাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ‘ডাকাত’দের সামনে আনার দাবিও জানান তিনি।
শনিবার খড়গপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশ নিয়ে মুখ খুলে দিলীপ বলেন, “৩৬ হাজার প্রশিক্ষণহীনরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন। যদি ১০ লক্ষ টাকা করে ঘুষ দেন তাঁরা। তাহলে ৩৬০০ কোটি লুট হয়েছে। টাকা নিয়েছেন তৃণমূল নেতারাই।” ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান দিলীপ ঘোষ। তাঁর কথায়, “৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকদের শুধু চাকরি বাতিল করলে হবে না। যাদের টাকা দিয়েছেন সেই ডাকাতদের সামনে আনতে হবে। তাদেরকে সাজা দিতে হবে। না হলে তারা আবার লোককে ধোঁকা দেবে।”
উল্লেখ্য, শুক্রবার প্রশিক্ষণহীন ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাঁর কড়া নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সংখ্যক চাকরি বাতিলের নজির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.