সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটমানি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি৷ একুশের সমাবেশের আগে সেই ইস্যুকে উসকে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ প্রয়োজনে তৃণমূল কর্মীদের বাস আটকে কাটমানির টাকা ফেরত চাওয়ার হুমকি দিলেন তিনি৷ বিজেপি নেতার হুমকির পরেই তাঁর বিরুদ্ধে হিংসাত্মক প্ররোচনার অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ দিলীপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি৷ তবে তাতেও নিজের অবস্থানে অনড় বিজেপির রাজ্য সভাপতি৷ আরও কড়া সুরে তিনি বলেন,‘‘এফআইআর যখন করেছে তখন তো আটকাতেই হবে। শুধু বাস নয়, সরকারটাকেই আটকে দেব।’’
শনিবার বাঁকুড়ায় দলীয় কর্মসূচি ছিল বিজেপির৷ তাতেই মূল বক্তা ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ওই সভামঞ্চ থেকেই রবিরারের একুশের সমাবেশ নিয়ে কড়া বার্তা দেন তিনি৷ বিজেপি নেতা বলেন, ‘‘তৃণমূল নেতারা কলকাতা যাওয়ার জন্য রাস্তায় বেরোবেন। তাদের বাস আটকে আগে কাটমানি ফেরত চাইতে হবে। আমাদের কর্মীরা সঙ্গে থাকবেন। নেতারা টাকা ফেরত না দিলে ব্যাটাদের গ্রাম ছাড়া করতে হবে। কলকাতায় সার্কাস হবে। এবার কি এদিক থেকে কেউ যাবেন? গেট, ঝান্ডা কিছুই তো নেই! মনে হচ্ছে তৃণমূলের শোকসভা হবে।’’
বিজেপি নেতার মন্তব্যের বিরোধিতায় সরব তৃণমূল৷ ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ দিলীপকে পালটা হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ লক্ষ কর্মী রবিবার রাস্তায় থাকবেন। বাস আটকানোর চেষ্টা করলে বিজেপির লোকেদের পিষে মেরে দেবে। দিলীপবাবুরা সন্ত্রাস ছড়ালে জেলে যেতে হবে। এবার আমরাও বিজেপির কালো টাকার হিসেব চাইব। তৃণমূল কর্মীরা কাটমানি নেন না।’’
দিলীপের মন্তব্যের সমালোচনায় সরব তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও৷ বিজেপির রাজ্য সভাপতিকে জোকার বলে কটাক্ষ করেন তিনি৷ তৃণমূল নেতা বলেন, ‘‘সিপিএমের হার্মাদরা এখন দলে দলে বিজেপিতে ঢুকেছে। যাদের সঙ্গে মানুষ নেই, সন্ত্রাসই তাদের অস্ত্র। ভাটপাড়ার মানুষ এখন যেমন বুঝতে পারছেন, বিজেপি কী বস্তু৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.