ফাইল ছবি
সম্যক খান, মেদিনীপুর: ফের বেলাগাম বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুলডোজার দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি। তাঁর মন্তব্যের জেরে বিভিন্ন মহলে চলছে জোর সমালোচনা। দিলীপ ঘোষের মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “বাংলার মানুষরা এখন বুলডোজার চাইছেন। যেভাবে এখানে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে, একটাই রাস্তা বুলডোজার। তৃণমূল নেতারা যারা এসব কথা বলছে, আগে তাদের বাড়ির উপর দিয়ে বুলডোজার চলবে।” রাষ্ট্রপতি ভোটের আগে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধীদের বৈঠক নিয়েও সুর চড়ান বিজেপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এছাড়াও রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সুর চড়ান বিজেপি নেতা। পয়গম্বর বিতর্কে হাওড়ার অশান্তি প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। অশান্তি থামানোর চেষ্টা না করেই রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিরা নিজেদের আড়ালে রেখেছেন বলেও অভিযোগ তাঁর।
বুধবার মেদিনীপুরে বিজেপির কার্যকারিণী সভায় যোগ দেন দিলীপ ঘোষ। ওই সভা শেষেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন তিনি। দিলীপ ঘোষের এই মন্তব্যের ফলে সর্বত্র উঠেছে সমালোচনার ঝড়। এই বিতর্কিত মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবিরও।
উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলকে শক্তিশালী করতে বুধবার মেদিনীপুর জেলা কার্যকারণী বৈঠক ডাকে বিজেপি। সেখানেই হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দলের হাল ফেরাতে নেতা-কর্মীদের বুথে বুথে গিয়ে সংগঠনকে শক্তিশালী করার ডাকও দিয়েছেন তিনি। সম্প্রতি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। পুরসভা নির্বাচনেও জেলায় অত্যন্ত খারাপ ফল করেছে পদ্মশিবির। ঘুরে দাঁড়ানোর জন্য সামনের পঞ্চায়েত নির্বাচনকেই টার্গেট করেছে বিজেপি।
সাম্প্রতিককালে বিজেপির জেলা কমিটি ও মণ্ডল কমিটি গঠনকে কেন্দ্র করে পদ্মশিবিরের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। বর্তমান জেলা সভাপতি তাপস মিশ্রর বাড়ি যে এলাকাতে সেই গড়বেতা, চন্দ্রকোণা রোড থেকে শুরু করে সর্বত্রই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। যদিও গোষ্ঠীকোন্দলের কথা মানতে চায়নি বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি অরূপ দাস বলেন, “প্রতিটি দলেই নতুন কমিটি গঠনের সময় কিছু অসন্তোষ থাকে। ওসব মিটে যাবে। পঞ্চায়েত নির্বাচনে দল এককাট্টা হয়েই লড়াই করবে।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.