Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

‘১২ বছর পর মনে হল মানুষগুলো কিছুই পাননি’, অভিষেকের জনসংযোগ নিয়ে তোপ দিলীপের

শনিবার মারিশদা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

BJP leader Dilip Ghosh again slams Abhishek Banerjee | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 4, 2022 11:07 am
  • Updated:December 4, 2022 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁথি যাওয়ার পথে জনতার মাঝে মিশে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি-বাড়ি গিয়ে শুনেছেন অভাব-অভিযোগ। তা নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিঁধলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। পালটা দিলেন কুণাল ঘোষ।

কাঁথিতে সভা করতে যাওয়ার পথে শনিবার মারিশদায় গাড়ি থেকে নেমে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার সঙ্গে মিশে তাঁদের বাড়ি বাড়ি ঘুরে অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঞ্চে দাঁড়িয়ে সেকথা সকলের উদ্দেশে অভিষেক সেই কথোপকথনের প্রসঙ্গ তোলেন। অভিষেক জানান, “আমি কাউকে না বলে একটা গ্রামে গেলাম। গ্রামের ভিতরে গিয়ে দেখলাম অনেকগুলো তফশিলি জাতি, উপজাতিভুক্ত পরিবারের সদস্যরা সেখানে থাকেন। বলছে বৃষ্টি হলে এক কোমর জল জমে এলাকায়। প্রধান, উপপ্রধানকে জানিয়ে কোনও লাভ হয়নি। বললাম রেশনের চাল পাচ্ছেন? বললেন, চাল পাচ্ছি। জল পাচ্ছি না। কমপক্ষে ১০টি বাড়িতে গেলাম। কী করুণ অবস্থা। তাঁরা এমন কিছু তো চাইছে না, যা তাঁদের চাওয়ার অধিকার নেই। বললাম যাঁরা লাল আলো লাগানো গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়ায় তাঁদের বলেননি কেন? ওঁরা বললেন, তাঁরা কখনও আমাদের দিকে মুখ তুলে তাকায়নি। আপনিও একমাত্র এখানে আসলেন।”

Advertisement

[আরও পড়ুন: ‘সিবিআই-ইডি-এনআইএ’র জামিন করানোর নামে তোলাবাজি শুভেন্দুর’, বিস্ফোরক অভিষেক]

এই নিয়ে রবিবার সকালে তোপ দাগলেন দিলীপ ঘোষ। বলেন, “বারো বছর পর মনে হল, ওই মানুষগুলো কিছু পাননি। এতদিন পর মনে হল ওদের সমস্যা রয়েছে।” এরপরই দিলীপ বলেন, “এখন আর ওদের কাছে গিয়ে কোনও লাভ নেই।” পালটা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নরেন্দ্র মোদি যখন কারও বাড়ি যান, তখন কি মনে হয় যে ভগবান এসেছেন জনসংযোগে? অভিষেককে কাছে পেয়ে মানুষ প্রতিকার চেয়েছে। অভিষেক পদক্ষেপ নিচ্ছেন। এটা এত কথার কিছু নেই।”

[আরও পড়ুন: ব্রাজিল ভক্ত হয়ে আর্জেন্টিনাকে সমর্থন চলবে না! বিশ্বকাপের মধ্যেই অভিষেকের মুখে ফুটবলের কথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement