শংকরকুমার রায়, রায়গঞ্জ: সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA’র সমর্থনে প্রচার করতে গিয়ে বাধার মুখে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি। বুধবার সকাল থেকেই রায়গঞ্জের একাধিক ওয়ার্ডে ঘুরে প্রচার করছিলেন তিনি। অভিযোগ, এলাকার কাউন্সিলরের মদতে তৃণমূল কর্মী-সমর্থকরা মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ।
সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে গোটা রাজ্যজুড়ে প্রচার করছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বুধবার সকালে রায়গঞ্জের ২০ নম্বর ওয়ার্ডের ইন্দ্রা কলোনিতে যান তিনি। সেখানে CAA সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান তিনি। এরপর ২২ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনির বাড়ি বাড়ি ঘুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে লিফলেট বিলি এবং প্রচার করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখান থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেওয়ার জন্য গাড়িতে উঠে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় মহিলা এবং যুব তৃণমূল কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা।
কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, “তৃণমূল কাউন্সিলর অর্ণব মণ্ডলের মদতে পরিকল্পনামাফিক আমাকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। চতুর্দিকে আতঙ্ক ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে বিরোধীরা। আমাকে ঘিরে বিক্ষোভ অপপ্রচারের ফলেই হয়েছে।” পুলিশও সময়মতো ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেনি বলেও অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। তাঁর দাবি, মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাই প্রথম দফায় বিক্ষোভের আঁচ স্তিমিত করে। তারপর বাগডোগরার উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। দেবশ্রী চৌধুরি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় এসে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ।
এর আগে গত ৫ জানুয়ারি বাড়ি বাড়ি ঘুরে CAA বিরোধী প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা রীতেশ তিওয়ারি। তিনিও অভিযোগ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রায়গঞ্জে। এবার নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.