নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার ব্যবসা চালানোর অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃত নেতার নাম সুখেন কুণ্ডু৷ নদিয়ার পলাশিপাড়ার গোপীনাথপুর থেকে ওই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷ বুধবার এই নেতাকে আদালতে তোলা হয়৷ তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷
[কেন্দ্রের থেকে কৃষিবিমার টাকা নেব না, বীরভূমে ঘোষণা মুখ্যমন্ত্রীর]
গত ২৭ ডিসেম্বর ওই এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় দুই কিশোরীর৷ ঘটনার পরই দুটি আলাদা মামলা দায়ের হয়৷ একটি অভিযোগ দায়ের করেন মৃত কিশোরী আহিমা খাতুনের বাবা৷ অন্য মামলাটি স্বতঃপ্রণোদিত ভাবে সুখেন কুণ্ডুর নামে দায়ের করে পুলিশ৷ সূত্রের খবর, যে জমিতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেই জমির মালিক নারায়ণ কুণ্ডু। তাঁরই ছেলে সুখেন কুণ্ডু, গোপীনাথপুর পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রভাবশালী নেতা৷ তেহট্ট-২ ব্লকে খাতায় কলমে সতেরোটি ইটভাটা রয়েছে। এরমধ্যে গোপীনাথপুর পঞ্চায়েত এলাকাতেই রয়েছে সাত থেকে আটটি ইটভাটা। অভিযোগ, সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে দিনের পর দিন ওই ভাটাগুলিতে মাটি কাটার কাজ করে জমি মাফিয়া সুখেন। যা নিয়ে স্থানীয়দের মনেও ক্ষোভ ছিল এবং মাটি ধসে দুই কিশোরীর মৃত্যুর পর সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। কিশোরীদের মৃত্যুর পর থেকেই পলাতক ছিল সুখেন৷ স্থানীয়দের অভিযোগ, ইটভাটার জন্য অবৈধভাবে মাটি খনন করা হয় এলাকায়৷ যার জেরে আলগা হয়ে যাচ্ছে মাটির বাঁধন৷ তাই ক্রমশ আলগা হয়ে যাচ্ছে ইটভাটা সংলগ্ন এলাকাগুলির মাটিও৷
[বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বৃদ্ধার দেহ লোপাট!]
ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার অভিযোগ করেছেন, সুখেন কুণ্ডু সক্রিয় সংগঠন করে। তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস৷ যদিও অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা তথা পলাশিপাড়া কেন্দ্রের বিধায়ক তাপস সাহা৷ তিনি জানিয়েছেন, দিনের পর দিন ওই বিজেপি নেতা অবৈধ ভাবে মাটি কাটার ব্যবসা করত৷ পুলিশের কাছে প্রমাণ রয়েছে বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.