Advertisement
Advertisement

Breaking News

Maldah

‘বাংলার বাড়ি’, ‘আবাস যোজনা’ প্রকল্পে দেদার কাটমানি নেওয়ার অভিযোগ, মালদহে গ্রেপ্তার বিজেপি নেতা

হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও।

BJP leader arrested in Maldah

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:February 7, 2025 4:39 pm
  • Updated:February 7, 2025 6:32 pm  

বাবুল হক, মালদহ: বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ি তৈরি হচ্ছে। প্রথম দফার টাকাও পেয়ে গিয়েছেন গ্রাহকরা। এবার সেই প্রকল্পেই কাটমানি খাওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা সূর্য দাসকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগরের বাসিন্দা বিচ্ছু দাস বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পান। তিনি পেশায় দিনমজুর। অভিযোগ, আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পরই তাঁর থেকে টাকা দাবি করেন রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রিতা দাসের স্বামী বিজেপি নেতা সূর্য দাস। প্রথমে তিনি টাকা দিতে অস্বীকার করায় আরও চাপ বাড়তে থাকে।

শেষপর্যন্ত তাঁকে সাড়ে ১৫ হাজার টাকা দিতে হয়। টাকায় ঘাটতি হওয়ায় বাড়ির কাজ বন্ধ হয়ে যায়। সেই বিষয়টি অভিযোগের আকারে জমা হয় জেলাশাসক নীতীন সিঙ্ঘানিয়ার কাছে। তিনি বিডিওকে এই বিষয়টি জানান। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল তদন্ত করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই সূর্য দাস কাটমানির সাড়ে ১৫ হাজার টাকা ফিরিয়ে দেন বিচ্ছু দাসকে।

ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের নেতারা কাটমানি খেলে প্রশাসন এত সক্রিয় হয় না বলে দাবি বিজেপি নেতৃত্বের। যদিও সেই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement