Advertisement
Advertisement

Breaking News

বিজেপি নেতা গ্রেপ্তার

ডেপুটেশন দিতে গিয়ে স্কুলে ভাঙচুর, বনগাঁয় গ্রেপ্তার বিজেপি নেতা

বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কেউটিপাড়া উচ্চ বিদ্যালয়।

BJP leader arrested for vandalism in school at Bangaon
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 24, 2019 9:41 pm
  • Updated:July 24, 2019 9:42 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ডেপুটেশন দিতে গিয়ে স্কুলে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ। বনগাঁয় এক বিজেপিকে নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

[আরও পড়ুন: খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ, বিপাকে বিজেপি নেতা দেবদাস মণ্ডল]

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। সেদিন প্রধান শিক্ষক ও স্কুল কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বনগাঁর কেউটিপাড়া উচ্চ বিদ্যালয়ে ডেপুটেশন দিতে গিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু সেই কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের  চেহারা নেয় গোটা এলাকা। কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে সাতজন আহত হন। আঘাত গুরুতর হওয়া তিনজনকে ভরতি করতে হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। তখনকার মতো সমস্যা মিটেও যায়।

Advertisement

মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা নিত্য দাসের নামে থানায় অভিযো দায়ের করে কেউটিপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, ডেপুটেশন দেওয়ার নামে স্কুলে ঢুকে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন ওই বিজেপি নেতা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই নিত্য দাসকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বনগাঁ আদালতে তোলা হলে, ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃত বিজেপি নেতা নিত্য দাসের বাড়ি বনগাঁ শহরের কেউকি পাড়া এলাকায়।

[আরও পড়ুন: পড়ুয়াদের সঙ্গে শাসকদলের ছাত্র সংগঠনের সংঘর্ষ, হীরালাল কলেজে মার খেলেন অধ্যাপক]

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement