Advertisement
Advertisement
অর্জুন সিং

‘২৩ মে মমতা বুঝতে পারবেন কত ধানে কত চাল’, হুঙ্কার অর্জুন সিংয়ের

নির্বাচনের ফল নিয়ে কী ভাবছেন বারাকপুরের দাবাং নেতা, দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার৷

BJP leader Arjun Singh hits out at Mamata Banerjee
Published by: Sayani Sen
  • Posted:May 1, 2019 6:22 pm
  • Updated:May 1, 2019 7:31 pm  

শুভময় মণ্ডল: পঞ্চম দফায় বারাকপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন৷ তার আগে প্রচার, মিটিং, মিছিলেই সময় কাটছে শাসক-বিরোধী সকলের৷ অর্জুন সিং ব্যতিক্রমী নন৷ মে দিবসের সকাল থেকে ঘুরে ঘুরে প্রচার করেন তিনি৷ বারাকপুর শিল্পাঞ্চলে বসবাসকারীদের কাছে মে দিবস শুধুমাত্র ছুটির দিন নয়৷ এর আলাদা গুরুত্বও রয়েছে৷ শ্রমিক নেতা হিসাবে উঠে আসা অর্জুন সিংয়ের কাছে আজকের দিনের অন্যরকম তাৎপর্য রয়েছে৷ এমন গুরুত্বপূর্ণ দিনে নৈহাটির গৌরীপুরের দলীয় কার্যালয় থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি অর্জুন সিং৷ ২৩ মে ভোটের ফলাফল প্রকাশের পরই কত ধানে কত চাল তা বুঝতে পারবেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দাবাং নেতা৷

[ আরও পড়ুন: ‘বাবা ভুলে যান, আমি পালটা ছুরি বসাতে জানি’, ফের বিস্ফোরক মুকুলপুত্র]

২০০৪ সালে শেষবার লোকসভা ভোটে লড়েন অর্জুন সিং৷ তখন অবশ্য তিনি ঘাসফুল শিবিরের সুযোগ্য সৈনিক৷ বারাকপুরের দাবাং নেতা একসময় সংগঠনকে শক্তিশালী করে তোলার কাজে ব্যস্ত ছিলেন৷ কাট টু ২০১৯৷ লোকসভা নির্বাচনের আগে দল পরিবর্তন করেন অর্জুন৷ বর্তমানে গেরুয়া শিবিরের যোদ্ধা তিনি৷ বারাকপুরে এবার লড়াই তৃণমূলের দীনেশ ত্রিবেদী বনাম বিজেপির অর্জুন সিংয়ের৷ আগামী ৬ মে পঞ্চম দফায় এই লোকসভা কেন্দ্রে ভোট৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, দলবদলের জেরে নাকি কিছুটা হলেও জনপ্রিয়তা হারিয়েছেন দাবাং নেতা৷ তাই লোকসভা নির্বাচনে হয়তো অর্জুনকে ছাপিয়ে যাবেন দীনেশ ত্রিবেদী৷ তবে রাজনীতিকরা যাই বলুন না কেন জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অর্জুন৷ প্রতিপক্ষ দীনেশ ত্রিবেদী যে কোনও ফ্যাক্টরই নন, তা এদিন কথাবার্তায় প্রকাশ করেন গেরুয়া শিবিরের সৈনিক৷ তিনি বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী এলাকার মানুষের জন্য কিছু করেননি৷ যোগাযোগ রাখেননি৷ রেলমন্ত্রী থাকাকালীনও কিছুই করেননি৷ প্রাপ্ত ভোটের নিরিখে দীনেশ ত্রিবেদী তিন নম্বরে থাকবেন৷’’

Advertisement

[ আরও পড়ুন: মাওবাদী মুক্ত দেশ গড়তে ব্যর্থ মোদি, গড়চিরৌলির হামলা নিয়ে তোপ মমতার]

সাংগঠনিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অর্জুন সিং৷ তা সত্ত্বেও কেন দলবদল করলেন তিনি? একান্ত সাক্ষাৎকারে কারণও স্পষ্ট করলেন দাবাং নেতা৷ তিনি বলেন, ‘‘মানুষের চাহিদা ছিল বেরিয়ে আসি৷ তৃণমূলে তোলাবাজি বেড়ে গিয়েছে৷ পুলিশকে নিয়ে সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ ভাটপাড়া উপনির্বাচনে এবার অর্জুনপুত্র পবন সিংকে বেছে নিয়েছে বিজেপি৷ তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মদন মিত্র৷ উপনির্বাচনে রাজনীতিতে আনকোরা পবন নাকি দুঁদে মদন, কে জিতবেন? এই প্রশ্নের উত্তরেও এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অর্জুন সিং৷ তাঁর কথায়, ‘‘মদন মিত্রকে প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল৷ তাই এখানেই পরিষ্কার দলের কতটা খারাপ পরিস্থিতি৷’’ মদন মিত্র বহিরাগতদের নিয়ে ভোটপ্রচার করছেন বলেও দাবি তাঁর৷ লোকসভা নির্বাচন হোক কিংবা উপনির্বাচন, ২৩ মে বারাকপুরে গেরুয়া ঝড় বইবে বলেই আত্মবিশ্বাসের সুর অর্জুনের গলায়৷ 

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement