ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। দল বদলে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন। বিধায়ক পদ ছাড়লেন একদা এ রাজ্যে শাসকদলের দাপুটে নেতা অর্জুন সিং। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন তিনি। ইস্তফা দেওয়ার পরই চ্যালেঞ্জ বিজেপি নেতার। বিজেপি প্রার্থীর দাবি, লোকসভা ভোটে বারাকপুরে তৃতীয় হবেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী। আর এই বক্তব্যেই ভোটের উত্তাপ বেড়েছে যুযুধান দুই শিবিরে।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বিধায়কই শুধু নন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার চেয়ারম্যানও ছিলেন অর্জুন সিং। লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্র থেকে লড়তে চেয়েছিলেন। কিন্তু তাঁকে প্রার্থী করতে রাজি হননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষপর্যন্ত লোকসভা ভোটের মুখে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়, অচলাবস্থা তৈরি হয় ভাটপাড়া পুরসভায়ও। পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন পুরসভার ২২ জন তৃণমূল কাউন্সিলর। গত সোমবার ভোটাভুটিতে হেরে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ২২ জনই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। আর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করেননি ১১ জন। পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেও, ভাটপাড়ার বিধায়ক ছিলেন অর্জুন সিং-ই। সেই পদও ছাড়লেন তিনি। শুক্রবার নিয়ম মেনে বিধানসভায় স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন অর্জুন সিং।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.