Advertisement
Advertisement

Breaking News

Anupam Hajra

প্রার্থী বাছাইতে তৃণমূল-বিজেপির ‘ডিল’! ফের বিস্ফোরক অনুপম, অস্বস্তিতে পদ্মশিবির

ফের বিস্ফোরক অনুপম হাজরা। স্রেফ তৃণমূলের সঙ্গে 'ডিল' করে বিজেপি জেতা আসনে দু্র্বল প্রার্থী দিয়েছে বলেই সোশাল মিডিয়ায় দাবি প্রাক্তন সাংসদের। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে না হতেই অনুপমের এই পোস্ট নিয়ে স্বাভাবিকভাবে জোর চাপানউতোর। অস্বস্তিতে পদ্মশিবিরও।

BJP leader Anupam Hazra stirs fresh controversy before Lok Sabha Election 2024

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:March 3, 2024 12:53 pm
  • Updated:March 3, 2024 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক অনুপম হাজরা। স্রেফ তৃণমূলের সঙ্গে ‘ডিল’ করে বিজেপি জেতা আসনে দু্র্বল প্রার্থী দিয়েছে বলেই সোশাল মিডিয়ায় দাবি প্রাক্তন সাংসদের। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে না হতেই অনুপমের এই পোস্ট নিয়ে স্বাভাবিকভাবে জোর চাপানউতোর। অস্বস্তিতে পদ্মশিবিরও।

সোশাল মিডিয়ায় অনুপম রবিবার লেখেন, “জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে TMC’র সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না!!! আপনি তখন ব্যস্ত, জীবনের ঝুঁকি নিয়ে পার্টির হয়ে দেওয়াস লিখতে!!! জয় জগন্নাথ!!!”

Advertisement

[আরও পড়ুন: অবতরণের সময় ককপিটে চোখ ধাঁধানো লেজার লাইট! দমদম বিমানবন্দরে বড় দুর্ঘটনার আশঙ্কা]

প্রথম দফায় শনিবার মোট ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বোলপুর কেন্দ্রে প্রিয়া সাহাকে প্রার্থী করা হয়েছে। তাঁর নাম ঘোষণার পর থেকে প্রিয়া সাহাকে নিয়ে স্বাভাবিকভাবেই চাপানউতোর শুরু হয়। বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা সাঁইথিয়ার বাসিন্দা। বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। তবে জিততে পারেননি। তার পর থেকে আর সেভাবে সক্রিয় রাজনীতিতেও ছিলেন না প্রিয়া। কোনও দলীয় পদেও নেই। মহিলা মুখ হিসাবে সেই প্রিয়াকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

Priya-Saha
বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। ছবি: সুশান্ত পাল।

লোকসভার মতো হাইভোল্টেজ নির্বাচনে প্রিয়া যে বড় বাজি তা বলাই যায়। ওয়াকিবহাল মহলের মতে, অনুব্রত মণ্ডল জেলবন্দি হওয়ার পর থেকে রাজনৈতিক হালহকিকত অনেকটাই বদলেছে বোলপুরে। সেখানে বিজেপির জমি আজ অনেকটা শক্তিশালী বলে দাবি পদ্মশিবিরের। তবে কী প্রিয়া সাহাকে প্রার্থী হিসাবে বেছে নেওয়ার ফলে এমন বিস্ফোরক পোস্ট অনুপমের, শুরু জোর আলোচনা। অনুপমের মন্তব্য নিয়ে পদ্মশিবিরের অন্দরেও জোর গুঞ্জন।

[আরও পড়ুন: ভালোবাসার কাছে গোহারা ব্যাধি! হাসপাতালে ওয়ার্ডের মধ্যেই বিয়ে সারলেন অমিত-সুচরিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement