Advertisement
Advertisement

Breaking News

বিজেপি, ধর্ষণের চেষ্টা

পার্টি অফিসে মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টা! বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর

শোরগোল রানাঘাটে।

BJP leader allegedly tries to rape a lady worker in party office at Ranaghat
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 16, 2019 8:46 pm
  • Updated:April 22, 2019 3:20 pm

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসে এক মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টা করলেন বিজেপির এক প্রবীণ নেতা! রানাঘাট মহিলা থানায় এফআইআর করেছেন গেরুয়া শিবিরের ওই মহিলা নেত্রী। দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার জানিয়েছেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর বয়স সত্তর পেরিয়ে গিয়েছে। খোঁজখবর না নিয়ে কিছু বলতে পারব না।’ এদিকে লোকসভা ভোট চলাকালীন এমন ঘটনার শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

[ আরও পড়ুন: ভারতীকে জেরা করতে পারবে রাজ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে বিজেপি নেত্রী]

অভিযুক্ত বিজেপি নেতার নাম রাখাল রঞ্জন সাহা। রানাঘাটে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের অফিস সম্পাদক তিনি। রানাঘাট শহরের ছোট বাজার এলাকার থাকেন রাখালবাবু। বিজেপির এক মহিলা নেত্রীর অভিযোগ, গত বৃহস্পতিবার প্রচারের কিছু সামগ্রী নিতে পার্টি অফিসে যান। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন অফিস সম্পাদক রাখাল রঞ্জন সাহা। কোনওরকমে পালিয়ে বাঁচেন ওই বিজেপি নেত্রী। তাঁর দাবি, ঘটনাটি বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার-সহ দলের শীর্ষ নেতাদের জানিয়েছিলেন। কিন্তু, এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পার্টি অফিসে মহিলা নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা রাখাল রঞ্জন সাহা। গেরুয়া শিবিরের প্রবীণ ওই নেতার বক্তব্য, ‘মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই ঘটনার পিছনে কারও ষড়যন্ত্র আছে। পুলিশ তদন্ত করে দেখুক।’

Advertisement

লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে রানাঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী কে হবেন, তা নিয়ে টানাপোড়েন কম হয়নি। প্রথমে তরুণ চিকিৎসক মুকুটমণি অধিকারীকে প্রার্থী করা হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে নো-অবজেকশন পাননি তিনি। মনোনয়ন জমা পড়ে যাওয়ার পরেও প্রার্থী বদল করতে হয় বিজেপিকে। রানাঘাটে প্রার্থী হন দলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি জগন্নাথ সরকার।

[ আরও পড়ুন: হলফনামায় সম্পত্তি শূন্য, লোকসভা নির্বাচনে ব্যতিক্রমী SUCI প্রার্থী রঙ্গলাল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement