Advertisement
Advertisement
পঞ্চায়েত সমিতি

আদালতেই ভাগ্য নির্ধারণ, বরাবাজার পঞ্চায়েত সমিতি কংগ্রেস-বিজেপি জোটের দখলেই

দশ মাস পর মামলায় রায় ঘোষণা কলকাতা হাই কোর্টে।

BJP forms board at Panchayet samity in Purulia on court verdict
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 5, 2019 10:04 pm
  • Updated:July 5, 2019 10:04 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফের হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি-কংগ্রেস জোট। প্রায় দশ মাস  বিচারাধীন থাকার পর আদালতের রায়ে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়ছে বিরোধী জোট। উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

[আরও পড়ুন: ভোটের ফল ‘টাই’, বীরভূমে লটারিতে জিতে পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল]

পুরুলিয়া বরাবাজার পঞ্চায়েত সমিতি বোর্ড কারা গড়বে? দশমাস ধরে মামলা বিচারাধীন ছিল কলকাতা হাই কোর্টে।  এদিকে পঞ্চায়েত সমিতির ভাগ্য ঝুলে থাকায় জেলা পরিষদের প্রশাসনিক কাজে সমস্যা দেখা দিয়েছিল। বাধ্যই হয়েই বরাবাজার পঞ্চায়েত সমিতিতে প্রশাসক বসায় পুরুলিয়া জেলা পরিষদ। শেষপর্যন্ত শুক্রবার বিজেপি-কংগ্রেসের জোটের পক্ষে রায় দিলেন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। জানা গিয়েছে, আগামী  সোমবার আনুষ্ঠানিকভাবে বরাবাজার পঞ্চায়েত সমিতির দায়িত্ব নেবে বিজেপি-কংগ্রেস জোট। বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “এটা আমাদের বড় জয়। উচ্চ আদালতের প্রতি আমাদের আস্থা ছিল। প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করিয়ে কোনও কাজ হয় না।” 

Advertisement

বরাবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন ২৮টি। ২০১৮এর পঞ্চায়েত ভোটে তৃণমূল পেয়েছিল ১৪টি আসন। আর বিজেপি দখলে যায় ১৩টি আসন। একটি আসন পেয়েছিল কংগ্রেস। সে বছর ৫ সেপ্টেম্বর বোর্ড গঠনের দিন বিজেপিকে ভোট দেয় কংগ্রেস। ফলে বিজেপি ও তৃণমূলের আসন সংখ্যা সমান হয়ে যায়। লটারিতে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন কংগ্রেস ও বিজেপি জোটের প্রার্থী রামজীবন মাহাতো। এরপরই গন্ডগোল শুরু হয়। পুরুলিয়া জেলা প্রশাসন বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করে দেয় বলে অভিযোগ। এমনকী, ব্যালট পেপারও ছিনতাই হয়ে যায়। এসবের ইতি ঘটল শুক্রবার আদালতের রায়ে৷ সোমবারই ফের বরাবাজার পঞ্চায়েত সমিতির বোর্ড গড়বে কংগ্রেস-বিজেপি৷

[আরও পড়ুন: অনাস্থা প্রস্তাবে অসন্তোষ, আইন দেখিয়ে ডেপুটিকে অপসারণ পুরসভার চেয়ারম্যানের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement