ছবি: প্রতীকী
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মনোনয়ন প্রক্রিয়া চলার সময় হঠাৎই বিডিও অফিসের সামনে উড়ছিল ড্রোন। যা ঘিরে সোমবার দুপুরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। কোথা থেকে এল ড্রোন,তা নিয়ে হুলুস্থুল পড়ে যায় ওই এলাকায়। পরে ড্রোন ওড়ানোর দায় স্বীকার করে বিজেপি নেতৃত্ব। জানায়, মনোনয়ন পেশের দিন পুলিশ ও তৃণমূলের অত্যাচার ক্যামেরাবন্দি করতেই ড্রোন উড়িয়েছিল তারা।
মথুরাপুর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়ন কেন্দ্রের সামনে ড্রোন উড়তে দেখে চাঞ্চল্য এলাকায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হুলুস্থুল পড়ে যায় প্রশাসনিক মহলেও। তড়িঘড়ি ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। নামানো হয় ড্রোনটিকে। তৎক্ষনাৎ ড্রোনটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। কিমন্তু কে বা কারা এই কাজ করল, তা নিয়ে চাপানঊউোতর শুরু হয়। এমন পরিস্থিতিতে ড্রোন ওড়ানোর দায় নেয় বিজেপি।
বিজেপির দাবি, ড্রোনটি তাঁরাই উড়িয়েছিল। পুলিশের ব্যর্থতা ও শাসকদলের মারমুখী মনোভাব ক্যামেরায় ধরে রাখতেই এই উদ্যোগ। এ প্রসঙ্গে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যুত বৈদ্য বলেন, “যেদিন থেকে মনোনয়ন শুরু হয়েছে সেদিমন থেকে অশান্তি হচ্ছে। বিজেপিকে মনোনয়ন দিতে দিচ্ছে না। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আমরা ড্রোন উড়িয়ে তাদের কীর্তিকলাপ রেকর্ড করতে চেয়েছিলাম।”
এদিকে বিডিও মথুরাপুর ১ নম্বর ব্লকের তারাশংকর প্রামানিক বলছেন, “পুলিশের সহযোগিতা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পালটা মথুরাপুর ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার বলছেন, “বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই প্রচারের আলো আসার জন্য এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে। এসব ধোপে টিকবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.