Advertisement
Advertisement

পুরসভার অন্তর্ভুক্ত পঞ্চায়েতের আটটি সংসদ, চকভৃগুতে থমকে বিজেপির বোর্ড গঠন

উভয় সংকটে বিজেপি৷

BJP faces hurdles in Balurghat village board formation
Published by: Kumaresh Halder
  • Posted:August 30, 2018 4:38 pm
  • Updated:August 30, 2018 4:38 pm  

রাজা দাস, বালুরঘাট: বিজেপির বোর্ড গঠন রুখতে কৌশলী পদক্ষেপ নিল তৃণমূল৷ ৮টি গ্রাম সংসদ পুরসভার অন্তর্ভুক্ত হওয়ায় চকভৃগু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের বাধার মুখে বিজেপি৷ অন্যদের তুলনায় আসন বেশি থাকলেও বাম সদস্য অথবা টসের উপর নির্ভর করতে হবে গেড়ুয়া শিবিরকে৷ পরিস্থিতি যা, তাতে চকভৃগু গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে ধরে রাখাটাই চাল্যাঞ্জ হয়ে দাঁড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্বের কাছে৷

[সোনার মেয়ে স্বপ্নাকে সরকারি চাকরি, ১০ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে রাজ্য]

জায়া গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত চকভৃগু গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের কয়েকটি সংসদ বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছিল কয়েক মাস আগে। তবে, সময়মত এলাকা বিন্যাস ও চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি না হওয়ায় চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ১৪টি সংসদে এবারে পঞ্চায়েত নির্বাচন হয়৷ সেখানে পাঁচটি বাম, পাঁচটি বিজেপি ও চারটি তৃণমূল পেয়েছিল৷ বালুরঘাট মহকুমার অধীনে চকভৃগু গ্রাম পঞ্চায়েতেও গত ২৮ আগস্ট বোর্ড গঠনের দিনক্ষণ স্থির হয়৷ বোর্ড গঠনের ঠিক দু’দিন আগে একটি নির্দেশিকা জারি হয় সরকারিভাবে৷ চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা, চকভৃগু, গোবিন্দপুর ও বেলাইন এই চারটি মৌজা বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়৷ নয়া এই নির্দেশে ওই মৌজার মধ্যে থাকা ৮টি গ্রাম সংসদ পুরসভার অন্তর্ভুক্ত হয়ে যায়৷ তবে, এই মুহূর্তে পুরভোট না হওয়ার দরুন সেখানকার ১৪টি সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই চকভৃগু গ্রাম পঞ্চায়েত গঠন হয়৷

Advertisement

[সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক, দিঘায় চাঞ্চল্য]

বোর্ড গঠনের দিন বামেদের এক সদস্য তৃণমূলে যোগ দেয়। স্বাভাবিক ভাবেই সেখানে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াই পাঁচে৷ বামেদের একটি কমে হয় চারটি৷ বিজেপি ও তৃণমূলের সমান সংখ্যায় সদস্য হওয়াতে টস করার সিদ্ধান্ত হয়। টসে জিতে বিজেপি বোর্ড গঠন করে৷ আপাতত বিজেপি এই পঞ্চায়েত পরিচালনা করলেও সমস্যা দেখা দেবে মাস কয়েক পরেই৷ কেননা, এরপর বালুরঘাট পুরনির্বাচনে চকভৃগুর চারটি মৌজার ৮টি সংসদ অন্তর্ভুক্ত হচ্ছে। স্বাভাবিক ভাবেই বাকি ছ’টি সংসদ নিয়ে গঠন করতে হবে চকভৃগু গ্রাম পঞ্চায়েত বোর্ড৷ সেক্ষেত্রে বিজেপির ৩, তৃণমূলের ২ এবং বামেদের একজন নির্বাচিত সদস্য থাকবেন।  সেখানে বামেদের একজন তৃণমূলকে সমর্থন করলেই দুশ্চিন্তা বিজেপি। ফের টস করা ছাড়া উপায় থাকবে না সেখানকার বোর্ড গঠনে। ভাগ্য সহায় না থাকলে বোর্ডটি হাতছাড়া হবে বিজেপি। তবে সেই উদ্বেগকে উপেক্ষা করছে জেলা বিজেপি নেতৃত্ব৷ বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, এই নিয়ে তাঁরা সবরকম প্রস্তুতি নিয়েছেন৷ পরবর্তীতে পুনরায় বোর্ড গঠন তারাই করবেন বলে দাবি করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement