Advertisement
Advertisement

Breaking News

Dhupguri Bypoll

Dhupguri: ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারক ৪০ জন! তালিকায় কেন্দ্রীয় নেতারাও

জেতা আসন ধরে রাখা নিয়ে কি সংশয়ে বিজেপি?

BJP deploys 40 start campaigners for Dhupguri bypolls | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2023 12:20 pm
  • Updated:August 17, 2023 3:08 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সামান্য একটি কেন্দ্রের উপনির্বাচন। তাও আবার আগেরবারের জেতা আসন। অথচ সেই উপনির্বাচনের জন্যও ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)! রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় পদাধিকারী, কে নেই সেই তারকা প্রচারকের তালিকায়? বিজেপির এই তারকা প্রচারকের বহর দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি ধূপগুড়ি নিয়ে ভয়ে আছে বিজেপি?

গত ২৫ জুলাই প্রয়াত হন জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপদ রায়। সেকারণে ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ওই কেন্দ্রে উপনির্বাচন। ওই ধুপগুড়ি কেন্দ্রের প্রার্থী নির্বাচনেও রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির। পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ (CRPF) জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে প্রার্থী করেছে বিজেপি। ৩২ বছরের তাপসীর একটি শিশু সন্তানও রয়েছে। শহিদ জওয়ানের পরিবারের প্রতি সহানুভূতিকে ভোটবাক্সে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: বাম-তৃণমূল ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তাল যাদবপুর, ছিঁড়ল রাজন্যার জামা, অজ্ঞান TMCP নেত্রী]

গত বিধানসভা নির্বাচনে বিজেপির বিষ্ণুপদবাবু তৃণমূল প্রার্থী মিতালি রায়কে প্রায় ৪৬ হাজার ভোটে হারিয়েছিলেন। তাছাড়া ধূপগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গকে নিজেদের গড় হিসাবেই দাবি করে বিজেপি। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির এই এলাকায় একেবারেই ভাল ফল করতে পারেনি। ফলে দলের ফল কেমন হবে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে দলের অন্দরেই। এমনিতেই গত কয়েকটি নির্বাচনে রাজ্যে বিজেপির ফল উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। তার উপর যদি এই উপনির্বাচনেও ফল খারাপ হয়, তাহলে কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে। সেটা ভালমতোই জানে বিজেপি (BJP) নেতৃত্ব। সম্ভবত সেকারণেই প্রচারে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: ব্যবহৃত হবে না ‘পতিতা’, ‘সতী’র মতো শব্দ, লিঙ্গবৈষম্য রুখতে নির্দেশিকা সুপ্রিম কোর্টে

৪০ জনের তারকা প্রচারকদের তালিকায় একদিকে যেমন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা রয়েছেন। অন্যদিকে তেমনই রয়েছেন অমিত মালব্য, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেদের মতো কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। মিঠুন চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়দের মতো তারকা বিজেপি নেতারাও রয়েছেন প্রচারকের তালিকায়। রয়েছেন বাংলার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement