Advertisement
Advertisement
Assembly by poll

মানিকতলার ৮৯টি বুথের পুনর্নির্বাচনের দাবি বিজেপির

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, মানুষকে ভোট দিতে দিচ্ছে না তৃণমূল।

BJP demands repoll in Maniktala assembly by election

Published by: Paramita Paul
  • Posted:July 10, 2024 7:24 am
  • Updated:July 10, 2024 8:17 pm  

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে। শান্তিতে ভোট করাতে চার কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  নজর রাখুন নির্বাচনের LIVE UPDATE:

রাত ৮.১৩: মানিকতলার ৮৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। 
সন্ধে ৬.০১:
বিকেল পাঁচটা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ। রানাঘাট দক্ষিণে ৬৫.৩৭ শতাংশ, বাগদায় ৬৫.১৫ শতাংশ এবং মানিকতলায় ৫১.৩৯ শতাংশ ভোট পড়েছে। চার কেন্দ্র মিলিয়ে মোট ভোট পড়েছে ৬২.১৭ শতাংশ।
বিকেল ৫.৫৪: বয়রা পঞ্চায়েতের ৯৫ নম্বর বুথে ভোট বন্ধ। বয়রা এফপি স্কুলের ইভিএম মেশিন বিকল। চারটে থেকে ভোট বন্ধ। ওয়েব কাস্টিংয়ে নজরে পড়ে কমিশনের। তৎক্ষণাৎ ছবি তুলে সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এদিকে, ভোট দিতে অপেক্ষমান মহিলারা বসে রয়েছেন বুথের মধ্যে। অন্যদিকে, গল্প মশগুল পোলিং এজেন্টরা। এমনই চিত্র ধরা পড়ল এদিন।
বিকেল ৫.৫০: রানাঘাটের পায়রাডাঙায় রাতভর তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার ২৬।
বিকেল ৫: বাগদায় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুরের ঘটনায় রিপোর্ট কমিশনের। দুপুর ১টা ২৫ নাগাদ বাগদার ১৮৮ নম্বর বুথ পরিদর্শন করতে যান বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। গাড়ির পিছনের কাচে ঢিল ছুঁড়ে কিছু স্থানীয় মানুষ ভেঙে দেয়। তারা গো ব্যাক স্লোগানও দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। পাঠানো হল ৩ সেকশন কিউআরটি।
দুপুর ৩.২০: ফের উত্তেজনা মানিকতলায়। কাঁকুড়গাছিতে ভুয়ো ভোটার ধরতে দৌড় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। তাঁকে ঘিরে আবার ‘চোর’ স্লোগান তৃণমূল কর্মীদের। 

Advertisement

দুপুর ৩.০৩: রানাঘাটে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী মনোজকুমার বিশ্বাস।

দুপুর ২.৪৬: মানিকতলায় সৌজন্যের ছবি। বুথে বিজেপি প্রার্থীর মাকে সাহায্য তৃণমূল কাউন্সিলরের।

দুপুর ২.৩৬: রানাঘাটের নোকারি গ্রাম পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিনা কারণে লাঠিচার্জের অভিযোগ ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। 

দুপুর ২.২৪: রানাঘাটের জকপুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। 

দুপুর ২.১৬: ভোটের দুপুরে খোশ মেজাজে কুণাল ঘোষ ও পরেশ পাল। 

দুপুর ২.০৭: সকাল ১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ৩৮.২৮ শতাংশ। রায়গঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৪১.৩৮ শতাংশ। রানাঘাট দক্ষিণ বিধানসভায় ভোট পড়েছে ৪২.১৯ শতাংশ। বাগদায় বিধানসভায় ভোট দানের হার ৩৫.৬৬ শতাংশ। মানিকতলায় ভোট পড়েছে ৩৩.৩৭ শতাংশ। 

বেলা ১.৩৫: বাগদায় বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসের গাড়িতে ভাঙচুর। থান ইট ছুড়ে মারা হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। 

বেলা ১.২৬: রায়গঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে তীব্র উত্তেজনা। অভিযোগ, খরমুজা ঘাট এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ভোট দিতে বারন করা হচ্ছে। দুই দুষ্কৃতী নম্বরবিহীন বাইক নিয়ে হুমকি দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফলে অনেকেই ভোট দিতে আসেননি। এর পরই ভোটের দায়িত্বে থাকা আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোট দিতে আসার জন্য অনুরোধ করছেন। 

বেলা ১.০০: রায়গঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের ৯১ নম্বর বুথে ক্যামেরার মধ্যে কাপড় লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থী গেলে তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। 

বেলা ১২.৩০: সকাল ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।

বেলা ১২.২০: উপনির্বাচনে ভোটের হার খুবই কম। তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে। ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। তৃণমূল জানে, মানুষ ভোট দিলে বিজেপি জিতবে। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

 

বেলা ১২.০০: মানিকতলা কেন্দ্রের ভবতারণ সরকারি বিদ্যালয়ে ভুয়ো ভোটারের খোঁজ। শৌভিক দাসের ভোটার কার্ড নিয়ে হাজির হন অভিজিৎ। বিষয়টা জানাজানি হতেই দৌড়ে পালান অভিযুক্ত। 

বেলা ১১.৩০: ভোটের নামে প্রহসন চলছে। এই অভিযোগ তুলে কমিশনে যাচ্ছেন বিজেপির তাপস রায়, অর্জুন সিং, তমোঘ্ন ঘোষরা। 

সকাল ১০.৫০: রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের সাংসদ লেখা গাড়িতে ঘুরছেন তৃণমূলে মধুপর্ণা ঠাকুর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 

সকাল ১০.৪০: বাগদার উপনির্বাচনে উত্তেজনা। ডিহিলদহয় ছাপ্পা ভোটের অভিযোগ। বিজেপির দাবি, শাসকদলের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিল। অভিযুক্ত তৃণমূল কর্মীকে হাতেনাতে ধরতে যান বিজেপি প্রার্থী। তখনই তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। কেন্দ্রীয় বাহিনী তাঁদের সরাতে গেলে বচসা বাঁধে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল কমিশন।

সকাল ১০.৩০: সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। চার কেন্দ্রের মধ্যে এগিয়ে রায়গঞ্জ। ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রানাঘাট দক্ষিণ ১১.৫৮ শতাংশ। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৯.০১ শতাংশ।

সকাল ১০. ২০: ফের উত্তপ্ত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙা। পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি তিনি। জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন।

সকাল ১০.১৫: বাগদায় বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা। অভিযোগের তির তৃণমূলের দিকে। 

সকাল ৯.৫০:  রানাঘাট দক্ষিণ বিধানসভার বুথ পরিদর্শনে TMC প্রার্থী মুকুটমণি অধিকারী। ‘জয় নিয়ে নিশ্চিত’, বলছেন তৃণমূল প্রার্থী। যদিও তাঁর অভিযোগ, ‘শান্তিপূর্ণ ভোট চলছে, বাহিনী বিজেপির দালালি করছে।’

সকাল ৯.৩৭: পায়রাডাঙার ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন। 

সকাল ৯.৩০: ভোটগ্রহণ শুরু হতেই ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দেন। বিরোধীদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি।

সকাল ৮.৪৪: রায়গঞ্জে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর তুতো দাদার বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের নিয়ে বার বার তিনি বুথে ঢুকেছেন। কেন এই কাজ করছেন তিনি, সাংবাদিকদের প্রশ্নের মুখে চুপ করে যান তিনি। নিয়মবিরুদ্ধ কাজ হয়েছে, মানছেন প্রিসাইডিং অফিসারও। 

সকাল ৮.০৯: ভোটের আগের রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় বিজেপির পোলিং এজেন্ট শ্রাবন্তী দে-র বাড়িতে ভাঙচুরের অভিযোগ। পরিবারের দাবি, গভীর রাতে ৩০-৩৫ জন দুষ্কৃতী চড়াও হয়। সিসিটিভি ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তিনি। অভিযোগের তির তৃণমূলের দিকে। ইতিমধ্যে এই ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকাল ৭.৫৩: ভোটের শুরুতেই বিপত্তি। মানিকতলা কেন্দ্রের ঘরবিবি লেনের বার্বিল্যান্ড স্কুলে মক পোলিংয়ের সময় ইভিএম লক হয়ে যায়। ফলে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ।

সকাল ৭.১৬: বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের প্রয়োজন পড়েছে, এই তিন কেন্দ্রের বিধায়করা পদত্যাগ করে লোকসভায় প্রার্থী হওয়ায়। আর মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুর পর ফাঁকা পড়ে ছিল। 

সকাল ৭.০০: কড়া নিরাপত্তায় চার বিধানসভা কেন্দ্রে শুরু ভোটগ্রহণ। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement