Advertisement
Advertisement

Breaking News

BJP delegations and congress MP Adhir Chowdhury visits Bagtui

Rampurhat Incident: পুলিশি বাধা পেরিয়ে বগটুইতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল, গেলেন অধীরও

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তাঁরা।

BJP delegations and congress MP Adhir Chowdhury visits Bagtui । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 24, 2022 5:18 pm
  • Updated:March 24, 2022 5:39 pm  

নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে (Bagtui) উপপ্রধান খুন এবং দশটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানির ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। থমথমে গ্রামে রাজনীতিকদের ভিড়। বাধা পেরিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় গ্রামে পৌঁছন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। পথে বসে প্রতিবাদের পর ওই গ্রামে যান অধীর চৌধুরীও। পুলিশি বাধার কড়া সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার বগটুই গ্রামে যাওয়ার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ভারতী ঘোষ-সহ মোট পাঁচজন ওই গ্রামে যান। তবে গ্রামে যাওয়ার পথে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সাঁইথিয়ার রাস্তায় লরি খারাপ হয়ে যায়। তার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও বিজেপি (BJP) নেতৃত্বের দাবি, লরির যান্ত্রিক গোলযোগ নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁদের বগটুই যেতে বাধা দেওয়া হয়। যদিও বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের বহুক্ষণ পর সুকান্ত মজুমদার, ভারতী ঘোষ-সহ বিজেপি প্রতিনিধিরা ওই গ্রামে যান। স্বজনহারাদের সঙ্গে কথা বলেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এদিন বগটুইয়ে যান অধীর চৌধুরী। তবে ওই গ্রামে যাওয়ার আগে শ্রীনিকেতনে পুলিশি বাধার মুখে পড়েন কংগ্রেস সাংসদ। বগটুই গ্রাম প্রায় ৯০ কিলোমিটার দূরে  রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অধীর চৌধুরী-সহ কংগ্রেস নেতাদের। তিনি বলেন, “যত রাতই হোক বগটুই যাব।”

Adhir Ranjan Chowdhury

গ্রামে ঢুকতে বাধা দেওয়ার বিষয়টি লোকসভায় উত্থাপন করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

মুখ্যমন্ত্রী গ্রাম থেকে ফেরার পর শেষমেশ বগটুইতে যান অধীর চৌধুরী। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেন কংগ্রেস সাংসদ। রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবিও জানান তিনি। 

[আরও পড়ুন: বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement