Advertisement
Advertisement

Breaking News

BJP

বিতর্কের মাঝেই আলিপুরদুয়ারের নতুন সভাপতির নাম ঘোষণা বিজেপির, কে পেলেন দায়িত্ব?

সূত্রের খবর, জেলা সভাপতি পদ নিয়ে টানাপোড়েনেই নাকি দলের পদ ছেড়েছেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও।

BJP declares Presidents name for 8 districts

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 2, 2025 1:01 pm
  • Updated:April 2, 2025 1:01 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: বিতর্কের মাঝেই আলিপুরদুয়ারের জেলা সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। জল্পনাকে সত্যি করে দায়িত্ব পেলেন মিঠু দাস। জেলার সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় মিঠু-সহ আট জেলার নয়া সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশাল মিডিয়ায় একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সব পদ ছাড়েন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজকুমার ওঁরাও। সেই সময়ই উঠে আসে জেলা সভাপতি পদ নিয়ে অন্তর্কলহের তত্ত্ব। জানা যায়, আলিপুরদুয়ারের জেলা সভাপতি পদের দৌড়ে ছিলেন মনোজও। কিন্তু তাঁকে পিছনে ফেলে জেলার সাধারণ সম্পাদক মিঠু দাস অনেকটা এগিয়ে যান। সভাপতি পদে বসার আর কোনও সুযোগ নেই বুঝতে পেরেই দলীয় পদ ছাড়ার পোস্ট করেন মনোজ, এমনটাই জানা গিয়েছিল পদ্মশিবির সূত্রে।

Advertisement

সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই আট জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। তালিকার শুরুতেই রয়েছে আলিপুরদুয়ার। ওই জেলার বিজেপি সভাপতির দায়িত্ব পেলেন মিঠু দাস। বহরমপুরের দায়িত্বে মলয় মহাজন। ডায়মন্ড হারবারের সভাপতি হলেন সোমা ঘোষ। হাওড়া গ্রামীণে দেবাশিস সামন্ত। মেদিনীপুরে সমিতকুমার মণ্ডল। বিষ্ণুপুরের দায়িত্বে সুজিত অগাস্তি। বোলপুরের বিজেপি সভাপতি হলেন শ্যামাপদ মণ্ডল। বীরভূমের দায়িত্বে ধ্রুব সাহা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement