সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই কার্যত জ্বলছে সন্দেশখালি। এলাকাবাসীদের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিজেপি-পুলিশের ধস্তাধস্তিতে বুধবার অসুস্থ হয়ে পড়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিজেপি, কংগ্রেস ও বামেরা যাচ্ছেন সন্দেশখালি। ফলে নতুন করে অশান্তির আশঙ্কা। যার জেরে এলাকায় মোতায়েন পুলিশ ও ব়্যাফ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।
সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির অভিযানকে কেন্দ্র করে মঙ্গল ও বুধবার উত্তাল হয়ে বসিরহাট ও টাকি। আজ অর্থাৎ শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাওয়ার কথা বিজেপি বিধায়কদের। এদিকে তফশিল কমিশনের সদস্যরাও আজ যাচ্ছেন ওই এলাকায়। এদিকে নির্যাতিত গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস অধীর চৌধুরীও যাবেন সন্দেশখালি। যাওয়ার কথা রয়েছে বামেদেরও। আর একইদিনে বিরোধীদের কর্মসূচিকে কেন্দ্রে অশান্ত হয়ে উঠতে পাড়ে এলাকা। সেই আশঙ্কা প্রবল। তাই আগেভাগেই প্রস্তুত পুলিশ। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে রাস্তা।
শুভেন্দু অধিকারীর দাবি, তাঁদের সন্দেশখালি অভিযান বাতিলের আর্জি জানিয়ে ইতিমধ্যেই তাঁকে মেল করেছেন এসপি। কারণ হিসেবে জানানো হয়েছে ১৪৪ ধারার কথা। তবে নিজের অবস্থান অনড় বিরোধী দলনেতা। তিনি জানিয়েছে, যে এলাকায় ১৪৪ ধারা জারি নেই সেখানেই যাবেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.