নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মধ্যপ্রদেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। কচ্ছপ পাচারের অভিযোগে বনগাঁয় এক বিজেপি কাউন্সিলরের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে মঙ্গলবার তোলা হবে আদালতে।
তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভায় ভাঙন ধরেছে। বিজেপিতে যোগ দিয়ে দিয়েছেন এ রাজ্যের শাসকদলের বেশ কয়েকজন কাউন্সিলর। বস্তুত, দল বদলের পর পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন ১১ জন কাউন্সিলর। দিন কয়েক আগে আস্থা ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল বনগাঁয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গীতা দাসও। আস্থা ভোটে চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি ভোটও দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরল প্রজাতির কচ্ছপ পাচারের অভিযোগে ওই মহিলা কাউন্সিলরের ছেলে শেখর দাসকেই গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।
ধৃতের স্ত্রীর দাবি, সোমবার দুপুরে বনগাঁর পাইপ রোডে তাঁদের বাড়ি ঘিরে ফেলে সাদা পোশাক পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বাড়ি থেকে পুলিশ শেখর দাসকে তুলে নিয়ে যায়। পুলিশের বক্তব্য, ভিনরাজ্য থেকে বিরল প্রজাতির কচ্ছপ এনে পাচার করতেন বিজেপি কাউন্সিলের ছেলে। যদিও কচ্ছ পাচার বা অন্য কোনও বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শেখর দাসের স্ত্রী। ওই মহিলার পালটা দাবি, কাউন্সিলর গীতা দাস যেহেতু বিজেপিতে যোগ দিয়েছেন, তাই রাজনৈতিক কারণেই তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে। যদিও বিজেপি কাউন্সিলরের ছেলেকে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতায় সিংহ শাবক-সহ বেশ কয়েকজন পশু পাচাররকারী ধরা পড়ে। জানা গিয়েছে, সেই ঘটনার তদন্তেই বনগাঁর বিজেপি কাউন্সিলর গীতা দাসের ছেলে শেখরের নাম ওঠে আসে। তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারির আশঙ্কায় আগেভাগেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। শেষপর্যন্ত গোপনসূত্রে খবর পেয়ে সোমবার বনগাঁর পাইপ রোডের বাড়ি থেকে শেখর দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.