Advertisement
Advertisement

Breaking News

মোদি

মোদির সভার ৭দিন পর মাঠ পরিষ্কার করল পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব

ঘণ্টা দুয়েকের চেষ্টায় মাঠ আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসে গেরুয়া শিবির।

BJP cleans rally venue 7 days after PM Modi's rally
Published by: Subhamay Mandal
  • Posted:May 17, 2019 12:51 pm
  • Updated:May 17, 2019 12:51 pm  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘স্বচ্ছ ভারতের’ বার্তা নিয়ে পুরুলিয়ায় নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভাস্থল সাফাই করলেন বিজেপি নেতা-কর্মীরা।

গত ৯ মে শহর পুরুলিয়ার উপকন্ঠে রায়বাঘিনী ময়দানে নির্বাচনী জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জনসভার সাত দিনের মাথায় ওই মাঠ পরিষ্কার করে ‘স্বচ্ছ ভারতের’ বার্তা দিল পুরুলিয়া জেলা বিজেপি। বৃহস্পতিবার সাতসকাল থেকে ওই রায়বাঘিনী ময়দানে প্রায় একশ জন নেতা-কর্মী মিলে সাফাইকাজ করেন। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই মাঠ আবার আগের চেহারায় ফিরিয়ে আনেন গেরুয়া সৈনিকরা। জলের বোতল, পাউচ, প্লাস্টিক, ঠোঙা, পলিথিন সব এক জায়গায় নিয়ে এসে একটি গর্ত করে রাখেন তারা। এরপর তা শুকনো হয়ে গেলে পুরুলিয়া পুরসভার আবর্জনাস্থল তা ফেলে দিয়ে আসবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা বিজেপি।

Advertisement

এদিন এই সাফাই কাজে হাত লাগিয়ে ছিলেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো। তিনি বলেন, “আমরা একইভাবে ব্রিগেডও সাফাই করেছিলাম। এটা আমাদের দলের ঘোষিত কার্যক্রম। ‘স্বচ্ছ ভারতের’ বার্তা দিতেই আমাদের এই কর্মসূচি।” এদিন বিজেপির এই কাজকে তারিফ করেছেন এলাকার মানুষজন-সহ জেলা রাজনৈতিক মহল। ওই জনসভায় ওই দিন উপচে পড়া ভিড় ছিল। ফলে মাঠ জুড়ে আবর্জনার পাহাড় হয়ে গিয়েছিল। সেই কথা মাথায় রেখেই এদিন জেলা বিজেপির বিপুল সংখ্যক কর্মী ওই ময়দানে পরিষ্কারে একেবারে কোমর বেঁধে নামেন। ফলে দু’ঘন্টার মধ্যে ওই মাঠ একেবারে সাফ-সুতরো হয়ে যায়।

ছবি: সুনীতা সিং

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement