সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা৷ কিন্তু নীরব প্রশাসন৷ এবার এই অভিযোগেই সরব হল বিজেপি৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করা হল৷
রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তৃণমূল কংগ্রেস দ্বিমুখী রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির৷ রাজ্যের শাসকদলের বিরোধিতা করে মুখ খুলেছেন বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং৷ তাঁর দাবি, তৃণমূলের সংখ্যালঘু শাখাই রাজ্যে অশান্তি ছড়াচ্ছে৷ যে ছটি রাজ্যগুলিতে বিজেপির শক্তিবৃদ্ধি ঘটছে সেখানেই তৃণমূল আশ্রিত সংখ্যালঘুরা অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তাঁর৷ হাওড়ার ধুলাগড়ে সাম্প্রতিক অশান্তির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন এ ব্যাপারে কোনও পদক্ষেপই করেনি৷ মুখ্যমন্ত্রীর উচিত এ প্রসঙ্গে নীরবতা ভেঙে সদুত্তর দেওয়া৷ দলের রাজ্য নেতাদের পুরো পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ যেমন দেওয়া হয়েছে, তেমনই হিন্দুদের অধিকার রক্ষায় মানবাধিকার কমিশনে যাওয়ারও ভাবনা আছে বিজেপির৷
এদিন টিপু সুলতান মসজিদে ইমামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক মন্তব্যকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেন ইমাম৷ এমনকী দিলীপকে পাথর ছুড়ে মারার কথাও বলেন তিনি৷ এদিন সিদ্ধার্থনাথ তার প্রতিবাদ জানান৷ রাজ্যে ইমামের চলাফেরা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মমতার মুসলিমপোষণ নীতিরই পরিচয় পাওয়া যায় এই ঘটনায়৷ পাশাপাশি তাঁর দাবি, নোটবন্দি নিয়ে মমতা যখন দিল্লি, লখনউতে প্রতিবাদ করছেন তখন তাঁর নিজের রাজ্যেই অশান্তি৷ কিন্তু সে নিয়ে একটি শব্দও খরচ করছেন না তিনি৷ এই দ্বিমুখী রাজনীতি নিয়েই এবার মুখ্যমন্ত্রীর জবাবদিহি দাবি করল বিজেপি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.