আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: অবশেষে ভাটপাড়া পুরসভার বোর্ডের দখল নিল বিজেপি৷ মঙ্গলবার ২৬-০ ভোটে পুরবোর্ডের দখল নিল অর্জুন সিং শিবির৷ পুরসভার নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং৷ এই ঘটনার পরেই বারাকপুর শিল্পাঞ্চলে আরও স্পষ্ট হয়েছে শাসকদলের গোষ্ঠীকোন্দল৷ প্রকাশ্যেই ভাটপাড়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার৷ নৈহাটির বিধায়কের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন সোমনাথবাবু৷
[ আরও পড়ুন: প্রশিক্ষণ শেষ, ‘হক জেট’ ছুঁয়ে যুদ্ধবিমানের পুরোদস্তুর পাইলট মোহনা সিং ]
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বারাকপুরের দাবাং নেতা অর্জুন সিং৷ এরপরই ভাটপাড়া পুরসভায় অশান্তি শুরু হয়৷ ভাটপাড়ার তৎকালীন চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে শাসকদল ঘনিষ্ঠ কাউন্সিলররা৷ গত ৮ এপ্রিল হওয়া আস্থাভোটে ২২-১১ মার্জিনে পরাজিত হন অর্জুন সিং৷ কিন্তু তখনই এই চিত্র পালটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷ বারাকপুর লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পর, যা সত্যি হতে দেখা যায়৷ বিজেপিতে যোগ দেন ভাটপাড়া পুরসভার ১২ জন কাউন্সিলর৷ যার ফলে ৩৪ আসনবিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বিজেপির দখলে আসে ২৩টি আসন৷ তবে, এদিন বিজেপির পক্ষে ভোট দিয়েছে ২৬ জন কাউন্সিলর৷ তৃণমূলের পক্ষে একটিও ভোট পড়েনি৷ ফলে এই প্রথম উত্তর ২৪ পরগনার কোনও পুরসভার দখল নিল গেরুয়া শিবির৷ সূত্রের খবর, এবার বিজেপির লক্ষ্য নৈহাটি, কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার দখল নেওয়া৷
[ আরও পড়ুন: একের পর এক ‘জয় বাংলা’ মেসেজ আসছে ফোনে, বিরক্ত হয়ে এটাই করলেন বাবুল ]
এদিন ভাটপাড়া হাতছাড়া হতেই শাসকদলের বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার৷ ভাটপাড়া-সহ আশপাশের পুরসভাগুলি দেখভালের দায়িত্ব থাকলেও, নৈহাটির বিধায়ক তা সঠিক ভাবে করেননি বলে অভিযোগ করেন সোমনাথবাবু৷ এবিষয়ে শীর্ষ নেতৃত্বকে নজরে দিতেও অনুরোধ করেন তিনি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বিকার করেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.