Advertisement
Advertisement

Breaking News

Bhatpara

আস্থা ভোটে হারের বদলা নিলেন অর্জুন, ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি

নয়া চেয়ারম্যান হলেন অর্জুনের ভাইপো সৌরভ সিং।

BJP captures Bhatpara municipality ending TMC hold
Published by: Tanujit Das
  • Posted:June 4, 2019 12:08 pm
  • Updated:June 4, 2019 4:53 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: অবশেষে ভাটপাড়া পুরসভার বোর্ডের দখল নিল বিজেপি৷ মঙ্গলবার ২৬-০ ভোটে পুরবোর্ডের দখল নিল অর্জুন সিং শিবির৷ পুরসভার নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং৷ এই ঘটনার পরেই বারাকপুর শিল্পাঞ্চলে আরও স্পষ্ট হয়েছে শাসকদলের গোষ্ঠীকোন্দল৷ প্রকাশ্যেই ভাটপাড়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার৷ নৈহাটির বিধায়কের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন সোমনাথবাবু৷

[ আরও পড়ুন: প্রশিক্ষণ শেষ, ‘হক জেট’ ছুঁয়ে যুদ্ধবিমানের পুরোদস্তুর পাইলট মোহনা সিং ]

Advertisement

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বারাকপুরের দাবাং নেতা অর্জুন সিং৷ এরপরই ভাটপাড়া পুরসভায় অশান্তি শুরু হয়৷ ভাটপাড়ার তৎকালীন চেয়ারম্যান অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে শাসকদল ঘনিষ্ঠ কাউন্সিলররা৷ গত ৮ এপ্রিল হওয়া আস্থাভোটে ২২-১১ মার্জিনে পরাজিত হন অর্জুন সিং৷ কিন্তু তখনই এই চিত্র পালটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷ বারাকপুর লোকসভা নির্বাচনে অর্জুন সিংয়ের জয়ের পর, যা সত্যি হতে দেখা যায়৷ বিজেপিতে যোগ দেন ভাটপাড়া পুরসভার ১২ জন কাউন্সিলর৷ যার ফলে ৩৪ আসনবিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বিজেপির দখলে আসে ২৩টি আসন৷ তবে, এদিন বিজেপির পক্ষে ভোট দিয়েছে ২৬ জন কাউন্সিলর৷ তৃণমূলের পক্ষে একটিও ভোট পড়েনি৷ ফলে এই প্রথম উত্তর ২৪ পরগনার কোনও পুরসভার দখল নিল গেরুয়া শিবির৷ সূত্রের খবর, এবার বিজেপির লক্ষ্য নৈহাটি, কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার দখল নেওয়া৷

[ আরও পড়ুন: একের পর এক ‘জয় বাংলা’ মেসেজ আসছে ফোনে, বিরক্ত হয়ে এটাই করলেন বাবুল ]

এদিন ভাটপাড়া হাতছাড়া হতেই শাসকদলের বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার৷ ভাটপাড়া-সহ আশপাশের পুরসভাগুলি দেখভালের দায়িত্ব থাকলেও, নৈহাটির বিধায়ক তা সঠিক ভাবে করেননি বলে অভিযোগ করেন সোমনাথবাবু৷ এবিষয়ে শীর্ষ নেতৃত্বকে নজরে দিতেও অনুরোধ করেন তিনি৷ যদিও সমস্ত অভিযোগ অস্বিকার করেছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement