Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

তথ্য গোপনের অভিযোগ, মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

শুভেন্দুকে পালটা দিয়েছেন কুণাল ঘোষ-সৌগত রায়।

BJP candidate Suvendu Adhikari slams Mamata Banerjee, urges EC to cancel her nomination | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 15, 2021 5:09 pm
  • Updated:March 17, 2021 3:29 pm  

সৈকত মাইতি, তমলুক: এবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মনোনয়নের হলফনামায় তথ্য গোপন করেছেন তৃণমূল প্রার্থী। জানা গিয়েছে কমিশনে মমতার মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিজেপি নেতা। 

সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, হলফনামায় তথ্য গোপন করেছেন তৃণমূল নেত্রী। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ৫টি অসমে। একটি সিবিআইয়ের। হলফনামায় এই মামলাগুলির উল্লেখ করেননি তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি এবিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। দাবি জানিয়েছেন মমতার মনোনয়ন বাতিলের। এদিনের সভা থেকে মমতাকে মিথ্যেবাদী বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, “প্রথম দিন থেকে শুধু মিথ্যে কথা বলে চলেছেন উনি।”

Advertisement

BJP candidate Suvendu Adhikari slams Mamata Banerjee, urges EC to cancel her nomination

[আরও পড়ুন: ‘এক মহিলাকে আক্রমণ করে চূর্ণ-বিচূর্ণ হবে বিজেপি’, নন্দীগ্রামে হামলার তত্ত্বেই অনড় অভিষেক]

শুভেন্দুর এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শুভেন্দু জানে ওর হার নিশ্চিত। জামানত জব্দ হয়ে যাবে। তাই আতঙ্কে এসব বলে বেড়াচ্ছে।” একই সুর সৌগত রায়ের গলায়ও। তিনিও দাবি করেছেন, হারের ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন শুভেন্দু। পাশাপাশি সৌগত বলেন, আইনকানুন কিছুই জানে না শুভেন্দু। এবিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, “মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। কিছু অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।”

উল্লখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকের নজর ওই কেন্দ্রের দিকে। জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে জয় নিয়ে আশাবাদী ‘ভূমিপুত্র’ শুভেন্দুও। 

[আরও পড়ুন: ‘ওরা চাইলে আমিই কিছু লোক ঝাড়গ্রামে পাঠিয়ে দিতাম’, শাহের সভা বাতিল নিয়ে খোঁচা মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement